পাতা:দর্শন দীপিকা.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ :( . ) ইংলণ্ড দেশের ফলর সাহেব নামক খ্ৰীষ্টীয়ধৰ্ম্ম গ্রহণ করিতে জলৰূপ চিহ্ন ধারণ করণ অত্র ধৰ্ম্ম সভা সম্পাদক এবং তাছার গুপ্তবন্ধুর মন্তব্য যাহা অক্সফোর্ড গীর্যার পাদরি বেরো নামক সাহেব হিন্দু দিগকে খ্ৰীষ্টীয় ধৰ্ম্মার্থে উপদেশ অত্যন্ত প্রয়ো জনীয় কহত গীর্যায় প্রার্থনা করেন। অতএব হিন্দ ধৰ্ম্মের দোষ খণ্ডনার্থে কোন যোদ্ধা শ্রেণির মহাত্মা কর্তৃক উত্তর লিখিত হয় যথা ' ' সংপ্রতি বঙ্গদেশীয় ত্রীরামপুরের মিসনরি গণের হস্ত লিখিত এক পত্রিক প্রাপ্তে যাহা হিন্দুস্থানের হিন্দু দিগকে মিসনার পক্ষ হইতে আবেদন উক্ত হইয়াছে যদুর হিন্দুদিগকে খ্ৰীষ্টীয়ধৰ্ম্মগ্রহণ করিতে আহ্বান হইয়াছে। আমি সৰ্ব্বদা এবিষয়ে নির্ঘণ্ট করত আমার দৃঢতর বোধ হইতেছে যে হিন্দুদিগকে খ্ৰীষ্টীয়ান করণ অত্যন্ত অযুক্তি ও অপকারকুরী এবং ভাবি ভূরি বিপদ আশঙ্কায় যে দণ্ডে উক্ত লিখন পাঠ করিলাম তৎক্ষণাৎ আমার মনোগত বৃত্তান্ত এই পুস্তকের পশ্চাৎ খণ্ডে প্রকটন করিলাম। o