পাতা:দর্শন দীপিকা.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २¢ ] পূজা সত্য ব্যবহার করিলেই করা হইল। অতএব উক্ত বোকাননের বাক্যেতে আমার স্বীয়ধৰ্ম্ম W3 হিন্দুধৰ্ম্ম রক্ষার্থে লিখন অত্যন্ত প্রয়োজনীয় হইতেছে। আমার চেষ্ট যে হিন্দুদিগের ভূমি পতিত বিষয় অর্থাৎ ধৰ্ম্মনাশ তাহারদিগের অসুর শক্ৰহস্ত হইতে উদ্ধার হয়। আমি পারগ হইতে পারিব কি না ইহা অপক্ষপাতি পাঠক মহাত্মা দিগের বিবেচনায় স্থিরতা হইৰেক ! আমি অত্যন্ত আহ্নাদিত হইব যদি হিন্দু বর্গের প্রতি পূজ্যপাদ বোকাননের অযথার্থবিধান হিন্দুদিগের পক্ষে ইহ পাঠকের মনোগম্য হয়। ". . - উক্ত শিষ্ট মহাশয় অর্থাৎ বোকানন তৃণ ও জঞ্জাল সংগ্রহ করত আপনিই আমোদিত হইয়াছেন। অতএব ইহাতে এইক্ষণে কোম্পানি বাহাদুর অত্র কুৎসিত ব্যাপার ধাহা তাহারদিগের সম্মুখে नाख করিলাম ইহার স্বাদু গ্রহণে অধিক অসুখী হইবেন না এবং যদি আহারের কর্তী মাহারীয় সামগ্রীর সুস্বাছ করিবার ইচ্ছা করেন তবে উক্ত সামগ্ৰী মৎকর্তৃক,কাল্পনিক বস্তু ভিন্ন পরিবেশন হইল