পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

99 সময়ে তাহারদিগকে শত্রুভাবে নিরীক্ষণ করিতেছে তাহ। ও তাহাদের অজ্ঞাত নহে যেহেতুক নবুখদনজর এই তিন বিদেশীয় ব্যক্তি দিগকে মে উত্তম পদ ও শক্তি ও ঐশ্বর্য প্রদান করিয়াছিলেন অন্নমিত্ত বাবুলনীয়েরা উহাদের প্রতি ঈর্ষা বিশিষ্ট হইয়া দ্বেষ ভাৰে থাকিল । পরে স্বর্ণের বিগ্রহ পূজা সমাপ্ত হইবাতে লোকারণ্য স্ব ংস্থানে গমন করিতে উদ্যত হইলে কয়েক জন থলীয় লোক রাজার সমীপে গিয়া হে রাজন অণপনি নিত্যজীবী হউন এ রূপ ধারাবাহিক সম্বোধনবাক্য কহিল। আর ঐ তিন জন য়হুদি লোক কিরূপ ব্যবহার করিৰে রাজাজ্ঞ বা মানিৰে কিম্বা স্বপূজিত ঈশ্বরের আদেশ বাক্য মানিৰে ইহ জাননার্থে ঐ ব্যক্তির বিগ্রহ সমীপস্থ হওনকালে উহাদিগকে তাকিয়া দেথিতেছিল তাহাতে লোকারণ শাদ্রাথ ও মেশাথ ও আবেদনেগো তিন জনে অতিশয় লোকারণ) মধ্যেও পৃথগাচারী হয় এব^• উত্তম সাহস পূৰ্ব্বক ঈশ্বরের বিরুদ্ধে পাপক্রির করণপেক্ষ ভয়ানক মৃত্যুর দায় ঠেক স্বীকার করিতেও প্রস্তুত হয় ইহা দেথিয় । হর্ষিত হইল দেখিয়া ত্বরায় রাজার নিকটে গিয়া সম্বাদ দিয়া বলে হে রাজন অণপনি এই আদেশ বাক্য প্রকাশ করাইয়াছেন ফলতঃ সকল লোক তুরী ওৰেণু ও স্বীপ ও সানায়ী ও তন্ত্রী ও তানপূর ও আর ২ বাদ্য যন্ত্রের রব শুনিৰ মাত্র প্রণিপাত হইয়। স্বর্ণের বিগ্রহ পূজা করিৰে অৱ ৰে ফোন ব্যক্তি তৎক্ষণাৎ ভূমি পতিত