পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

125 দ্বীপেতে অন্য এক নগর নিৰ্ম্মাণ করিয়া তাহার নবতুর নাম রাখিল । পূৰ্ব্বকালে কোন নগর শত্ৰুবলে ধৃত হইলে শত্ৰু সেন তদন্তরস্থ সামগ্ৰী সমস্ত ੇ করিয়া লয় এমন রীতি ছিল কারণ তাহারা মহাদায়ে ঠেকিয় বহুশ্রমে যুদ্ধ করিয়াছিল অতএব ঐ ৰূপেতে তাহার কৰ্ম্মের ফল প্রাপ্ত ছষ্টল কিন্তু এবার নবুখদনজরের সেনা সমূহ যখন তুর নগরেতে প্রবিষ্ট হইল তখন লুটের দ্রব্য প্রায় কিছুই পাইল না যে হেতুক নিবাসির। পলায়ন করণ কালে অধিক মূল্যের দ্রব্য সমস্ত সঙ্গে করিয়া লইয়াছিল। ঐ সেনাগণের মধ্যে থলীয় ভিন্ন পূৰ্ব্বে দমিত আর ২ দেশবিদেশের অনেক লোক অন্তর্গত ছিল আর তের বৎসরের যুদ্ধ করণে সেনারা অতিশয় আয়াল করত অনেক দুঃখভোগ করিয়াছিল য়িজকিএল যেমন লিথিয়াছেন “তাহাদের প্রতি মন্তক টাকপড়া হইল এৰণ প্রতি স্কন্ধ ও নিস্তৃক হইয় গেল” সে কেমন হইল না এত দিন যুদ্ধের সজ্জা ধারণ ও ক্লেশ ভূঞ্জনধারাই ঐ রূপ হইল কিন্তু নগরেতে স্বৰ্ণ ৰূপ্য ও বাণিজ্য দ্রব্য কিছুই নাই তাহার। ইহা দেখিয়া একেবারে ভয়োদ্যমও নিরাশ হইল অতএব তাহার এত দিনের দুঃখ সহিষ্ণুতা ও সাহল প্রকাশের উচিত ফল যেন প্রাপ্ত হয় এনিমিত্তে নৰুখদনৰ্জ্জর ঔষপ্ত দেশেতে শজুভাৰে যাত্রা করিতে স্থির করিলেন তাহাতে নিকটস্থ প্রদেশ সমস্তকে পরাস্ত করিলে পর তিনি ঔগুপ্ত দেশকে আক্রমণ করিয়৷ . নীল নদীর মুখ অবধি এথিয়ো