পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| 29 বেষ্টিত করিলেন অতএব কালক্রমে তদেশীয়ের লগরের স্থাপনকর্তৃত্বানুরোধে তাহাকেই দেবজ্ঞান করিয়া তাহার বেল অথবা বেলুস নাম রাখিয়া অচ্চমানুষ্ঠান করিল। আর সৰ্ব্বত্র প্রসিদ্ধ। সেমৗরামিস্ নাম্নী ততঃপর এক রাণীর রাজ্ঞীত্বকালে নগরের আরও বৃদ্ধি ও উত্তমত। হইয়াছিল এব০ ক্ৰমাগত অার ২ রাজাদের অজ্ঞামতে সে অতিশয় বড় নগর হইয়া উঠিয়াছিল কিন্তু নবুখদনজ্জর যে রূপ অট্টালিকাদি নিৰ্ম্মাণ করণের আদেশ দিলেন তাহা সকল সমাপন হইবাতে সে প্রায় জগৎসমুদায়ের মধ্যে শ্রেষ্ঠ এব• বৃহন্নগর হইল তাহার চতুষ্কোণাকৃতি ছিল এব^ ইউফুট নাম মহানদী তাহার মধ্য দিয়া বহিতেছিল আর তাহার ত্ৰিশ ক্রোশ পরিমাণ পরিধি এব^ তৰে ষ্টনকারি প্রাচীর সাতাশী পাদ অর্থাৎ এক সহস্র অধিক বুরুল মোট এৰণ তিন শত পঞ্চাশ পাদ অর্থাৎ চারি সহস্র অধিক বুরুল উচ্চ আর সে প্রত্যেক দিগে সাড়ে সাত ক্রোশ" দীর্ঘ ছিল আর সে প্রাচীর ইষ্টক নিৰ্ম্মিত এবণ এক প্রকার অাকরীয় মেটিয়া তৈল দিয়া গাথিত মেটিয়া তৈল সেই দেশেতে প্রাপ্ত আর সে ভুমান কড়ার হইতেও সুশক্ত। প্রাচীরের বহিদিগে সুপ্রশস্ত এবণ অতি গভীর এক গড় থানা থাকিল সে ও ইষ্টকে বদ্ধপাশ্ব এধ-জলে পরিপূর্ণ। আর প্রাচীরো পরিস্থ দুই শত পঞ্চাশ দুর্গ ও ছিল এৰণ লোকদের গমনাগমন ও বিহারার্থে প্রতি দুর্ণদ্বয়ের অন্তরস্থলে সুপ্রশস্ত এক বুধি পথ ছিল।" প্রাচীরের ভিতরে নগরের