পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

137 গের আঙ্গিনাতে অনেকানেক পাক গৃহ থাকিল এব৯ তৎসমুদায় বেষ্টনকারি এক প্রাচীর ও ছিল সে প্রাচীর প্রতিদিগে অৰ্দ্ধক্রোশ অধিক লম্ব এবPA প্রাচীরের স্থানে ২ স্থিত দ্বারের পিত্তলময় কপাটও থাকিল। উক্ত মন্দির ভিন্ন বাবুলন নগরের আর ং অনেক দেবালয় ছিল ইহার মধ্যে মূলিউ অথবা ৰেনুস অর্থাৎ কণমাধিদেবতার এব^ নেবো নামক বিশেষ এক দেবের মন্দিরদ্বয় সুপ্রসিদ্ধ হইয়াছে। নৰুশ্বদনজর যে নূতন রাজবাড়ী নিৰ্ম্মাণ করাইলেন সে ইউফুট নদীর পশ্চিম তীরে স্থিত এব• সাকোর সুনিকটস্থ আর সে ক্রমগত তিন ঘেরা দিয়া বেষ্টিত ছিল এব৯ তন্মধ্যস্থিত যে অনেক চতুষ্কোণাকৃতি উঠান ছিল তাহার ও পুতিপাশ্বে গ্রথিত বহ গৃহ শ্রেণীবদ্ধ হইয়া থণকিল। নবুখদনজর মেদীয় দেশের অন্তয়গস নাম রাজার অমুয়াতিস নাম্নী যে কন্যাকে ৰিবাহ করিয়াছিলেন ইনি বাল্যকালাবধি স্বদেশের স্ত্ৰনাবৃত পৰ্ব্বত শ্রেণীকে সদা দর্শন করণ ব্যবহারতঃ "বাবুলনিয়া, দেশের সুপ্রশস্ত সমান ভূমিকে উর্বর জ্ঞান করিয়া ও নিত্য দেখিতে অসস্তুষ্ট এব^ ব্যস্থা হইলেন এনিমিত্ত স্ত্রীর অনুরোধে नबूখদনৰ্জ্জর প্রাচীর মধ্যেও স্বনির্মিত নূতন রাজধানীর নিকটে এক পুকার কৃত্রিম পৰ্ব্বত নিৰ্ম্মাণ করিতে আরম্ভিলেন সে এরুপ করিয়া প্রস্তুতকৃত হইল সমান ভূমু পরে মুশক্ত এব^ অস্তু্যচ্চ অনেকানেক পাকা থিলান করা গেলে তাহ। সমস্তুকে সুপ্রশস্ত এক প্রাচীৱ কি না গাথা ঘেরা দিয়া বেষ্টম