পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

15 বৰ্ত্তে রাজ্যাভিষিক্ত করে এই নিয়ম মাত্র করিল। আহাজ রাজা পাপিষ্ঠ হইল বটে অত্রাপি ঈশ্বর তাহার পূৰ্ব্ব পিতা দাউদের অনুরোধে ইনি এবার দৈবযোগে চেতনা পাইয়া যুদ। দেশে আরো ক্লিয়ৎকাল থাকিয়৷ রাজত্ব করেন ষ্টহী স্থির করিয়াছিলেন। এ জন্য আক্রমণকারি রাজাস্বয় য়িষ্কশালম নগরেতে প্রবিষ্ট হওনে অপারক হইয়। স্ব ২ স্থানে প্রস্থান করিল কিন্তু আহাজ চেতনা পাইয়া ও উত্তরোত্তর দেবাচৰ্চক হষ্টয়) শিশুবালককে ও মোলখ নাম বিকটাকৃতি দেবমূৰ্ত্তির উদেশে বলিরুপে উৎসর্গ করিল। তাহাতে পরমেশ্বর তাহার প্রতি মারে। অতিশয় ক্রোধিত হইয় অনুমতি দিলে পর ইসরাএল ও সুরিয়া দেশের রাজাম্বয় আরবার সসৈন্য হইয়া য়ুদার প্রতি আক্রমণ করিতে আইল । এবার অাহাজ পরাস্তু হইল এবণ ঐ যুদ্ধে এক শত বিনশতি সহস্ৰ যহুদি লোক রণস্থলে পড়িয়া রহিল। তত্ৰাপি আহাজ ঈশ্বরের স্থানে বিনয় পূর্বক উপকার প্রার্থনা করিলেন তাহ নয় কেবল আসসুরিয়া দেশের রাজার প্রতি লোক পাঠ্যইয়। ইনি সহায়ী হন এতৎ প্রার্থনা করেন এ উপায় মাত্র কল্পনা করিলেন। অতএব এ মানসে ঈশ্বরের মন্দিরে ষে স্বর্ণরূপ্যাদি সঞ্চিত ছিল পাপিষ্ঠমতে সে সকল ধরিয়া-লইয়া তিমথপিলেসর মহারাজার নিকটে পাঠাইয়। ইনি আসিয়া সাহায্য করেন রাজদূতম্বারা এই নিবেদন করিলেন তাহাতে অস্সুরিয়ার রাজা 'ৰিন৷ বিলম্বে অসখ্য সেনাগণ একত্র করিয়া লইয়। পশ্চিম