পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/২১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

207 রিরশালম নগর হইতে দূরস্থিত প্রযুক্ত রীতি বিধিমতে ঈশ্বরারাধনাদি নিত্য ধৰ্ম্ম ক্রিয়া করিতে না পারাতে তাহার। সদাই অতি উদ্বিগ্নমনাঃ হইয়া রহিল। অনুমান সেসময় হইবে এক দিবস কি জানি লেৰি গোষ্ঠীর কয়েক জন য়হুদি লোক বাবুলন নগরের অনতি দূরে একত্র হইয়া নদীকূলে রোপিত যে বাইশ বৃক্ষ সমূহের লম্বমান সপত্র ডাল সকল জলপ্পর্শ করে তচ্ছায়ার তলে বায়ুসেৱন করিতেছিল। আর আপনাদের যে বীণাদি বাদ্য যন্ত্র বাজাইতে ২ তাহারা পূৰ্ব্ব কালৈ স্বদেশে থাকিতেই জয়গান পূৰ্ব্বক স্বপূজিত পরমেশ্বরের গুণস-কীৰ্ত্তন করিত সে সকল তৎকালে অনর্থকন্ধপেতে বৃক্ষডালে বুলিত হইয়া রহিল কিন্তু তন্ত্রেতে বায়ু যোগ হইবাতে করুণারসোথাপক যে ধ্বনি হইয়া উচিল তথশ্রবণে তাহারা পূৰ্ব্বকালীন স্ব ২ মঙ্গল দশ প্রসঙ্গ করিয়া পরল্পরে কহাকহি করিতেছিল, এব^ উচ্ছিন্ন মন্দির কি না ভজনালয় ও নির্জন বাস গৃহ সকল ও শত্ৰুসAহত জ্ঞাতি বান্ধবগণ সকলকে মনে মন করিয়া অশ্রুপাত পূর্বক বিলাপ করিতেছিল। ইত্যবসরে পরম পরাভিমানি যে বাবুলনীয়েরা তাহাদের এক দল পথিক সে স্থানে হঠাৎ উপস্থিত হইয়। ঐ লেবিদের প্রতি পরিহাস করিয়া কহিল শুনরে ৰেটার তোরদের সীয়ন নাম পুখ্যস্থানে গেয় কোন এক ধৰ্ম্ম গীত গান করু শুনি তাহাতে য়ংদির প্রত্যুত্তর করিয়া কহিল আমরা পরমেশ্বরোদেশে গেয় গীত বিদেশেতে কেমন করিয়া