পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

17 দেশে আগমনার্থে যাত্রা করিলেন কিন্তু ইনি আহাজ রাজার সহায়তা করেন এই নিমিত্তে আইলেন তাহ। নয় বরণ ইসরাএল ও যুদ। এ দুই দেশ ও পরাস্ত করিয়া স্বরাজ্যের মধ্যে রাখেন,এ নিমিত্ত। প্রথমতঃ ইনি সুরিয়ার লোককে দমন করিয়া দামাসকৃ নাম রাজধানীকে ধরিয়া স্ববশে রাথিলেন পরে ইসরাএল দেশেতে গমন করিয়া য়ৰ্দ্দন নদীর পূৰ্ব্বদিকে যত স্থল থাকে আর পশ্চাতে গালিলী নামে খ্যাত দেশের উত্তরদিগে যত স্থল থাকে সে সকল স্থল পরাভব করিয়া স্ববশে রাখিলেন। তৎপরে য়িন্ধশালম নগরে গিয়া অাহাজ রাজার স্থানে আরও ধন প্রাপ্ত হইয়াও তাহাকে কোন সাহায্য দেন না বর^ এলথ ও এজিয়নগৗবর যে দুষ্ট নণর থাকিয় য়দা দেশের মহাজনের জল পথ দিয়া হিন্দুস্থানপর্যন্ত ও বাণিজ্যকৰ্ম্ম নি প্রাহ করিতেন সে দুই নগর হস্তগত করিয়া য়হুদিদিগকে রক্ত সাগরহষ্টতে সদাকাল পর্যন্ত দূরীকৃত করিলেন। পরে তিমথপিলেস্র যখন অস্সূরিয়াতে ফিরিয়া গেলেন তখন সুরিয়া এৰণ ইস্রাএল উভয় দেশের মুদ্ধে ধৃত অসখ্য লোককে সঙ্গে করিয়া লইলেন। ঐ লোক সকলকে তৎকালে আসসুরিয়ার রাজার বশে ছিল যে মেদীয় দেশ তাহাতেই স্থিতি করাইলেন। এ কালাবধি ইস্রাএল রাজার শাসিত দেশ অতি ক্ষুদ্র হইয়। অস্সুরিয়ার রাজার বশে থাকিয় করাধীন ও হইল। কিন্তু কালক্রমে কোন এক রাজা কর দিতে অসম্মত হক্টলে তিগ্নখপিলেগরের পরিবর্তে রাজ্যাভিষিক্ত সন্মনেসরু