পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/২২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

215

  • বেলশাল্লার রাজা কুরসের সঙ্গে কেবল এক বার মYন্তু যুদ্ধ করিয়া পরাজিত হইয়া পলাইয়। স্বরক্ষার্থে নগর মধ্যে প্রবিষ্ট হইলেন তাহাতে নিবাসিয়া নগরের দ্বার সমস্ত রুদ্ধ করিয়া সে ক্ষণাবধি আর বাহির হইল না। বেলশাল্লারের রাজ্যাভিষেক পর পঞ্চদশ বৎসরের মধ্যেই এতদ্‌ঘটনা হইল ।

কিন্তু রাজার নিতোক্রিস্ নাম্নী মাতা যিনি তিনি প্রথমাৰধি কুরস্ কি ২ করিতেছেন ইহাতে অনবধানী হইলেন ন অতএব তিনি স্বাভাবিক দূরদর্শিতা গুণে পুঁতিযুক্তি করিয়া যাহাতে নগরের দৃঢ়ভাব হয় তাহাতেই বহুচেষ্টাম্বিত হইয়। আহারের দ্রব্য বাহুল্য ও আয়োজন করিয়া ছিলেন। আর নবুখদনৰ্জ্জরের উপক্রান্ত মাত্র যে ২ দুর্গাদি শক্তকৰ্ম্ম তাহ সমস্ত সমাপন করিলেন। এতভিন্ন তিনি নদীর তলস্থলে পারাবার মাটী এননদ্বারা ৪প্ত এক থান থিলীন পথ প্রস্তুত করাইয়াছিলেন ইহাতে লোকে সেই পথ দিয়া মূর্তন পুরাতন উভয় প্রাসাদ কিনা রাজবাড়ীতে নির্বিঘুে * যাতায়াত করি তে পারে এব৯ কোন কালে শত্ৰুগণ নদীকূলাগত হইয়া সাকোর পথ রোধ করিলেও নদীর উভয় কুলে স্থিত থলুয়ের পরল্পরের সম্বাদ পাইয়। যথাকাল স্বং অনুকুলাচরণ করিতে পারে রাণীর এই মানস ছিল। তৎকালের কিছু পূর্বে দানিএল মুনি পূর্শান নাম নগরী ত্যজিয়া বাৰুলনেতে ফিরিয়া আসিয়াছিলেন যেহেতুক ঐ নগরী যে প্রদেশের রাজধানী ছিল সে প্রদেশের অব্রাতি নাম দেশাধ্যক্ষ