পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/২৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

233 রাজা নবুখদনৰ্জ্জয় তাহাকে মায়াবী ও জ্যোতির্বেত্ত ও গণক ও দৈবজ্ঞাপক গণের মধ্যেই প্রধান বলিয়া নিযুক্ত করিয়া তাহার দানিএলf নাম ফিরিয়া বেল্টিশাস্ত্রার নাম রাথিয় দিলেন অতএব সেই দানিএলকে ডাকিতে আজ্ঞা হউক সুতরা^ তিনিই লিখনের অর্থ জানাইতে পাfরবেন। ” - অতএব রাণীর এরপ বাক্য প্রমাণে দানিএলকে ডাকা গেল তাহাতে তিনি আগত হইয়। ধীরে ২ ভোজ শালায় প্রবিষ্ট হইতে ই সৰ্ব্বজনে তাহার পানে-স্থির দৃষ্টি করুত ভয়পূর্বক অবাক হইয় রছিল। ঐ দানিএল তৎকালীন প্রায় নব্বই বৎসর বয়স্ক হইয়া অত্যাৰ্য্য মানুষকে দেখাইলেন আর তিনি ক্রমাগত অনেক বাবুলনীয় রাজাদের অধীনে ও রাজকৰ্ম্ম করত আয়ুর অধিকা^শ কাটাইয়। আলিয়াছিলেন এৰe যদ্যপিও রাজা বেলশাস্তুৱে তাহাকে চিনিলেনন তথাপি তিনি রাজমাতৃ নিতোকৃষ্ণ রাণীর আদেশক্রমে তৎকালেও কোন মহাপদে নিযুক্ত ছিলেন এমন অনুমান আছে বুঝি ৰেলশাল্লার আর ং অল্পবুদ্ধি ও দুষ্টম্বভাৰ রাজগণের ব্যৰহারানুসারে কেবল বস্ত্ৰবিলাসী ও অনর্থক ব্যাপারি রাজসখাগণের সহিত নিতালাপ করাতে উহাদেরি এক২ জনের ভোলাদি উত্তমরূপে চিনিয়া ও সুভারি রাজকৰ্ম্মকারী ধীর ব্যক্তিদিগের মুখাকৃতি প্রায় বিস্মৃত ছিলেন কিন্তু সে যাহা হউক তিনি দানিএলকে দেখিয়া জিজ্ঞান্সিলেন “মৎপিত। মহারাজ রাজা নৰুশ্বদনজয়