পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

19° নামক তৎপুএ আগমন করিয়া অবশিষ্ট দেশ সমুদায়কে পরাস্তু করিলেন এব^ সামারিয়া নাম রাজধানীকে আক্রমণ দ্বারা ধরিয়া তন্নিবাসিদিগকে লইয়। দেশান্তর করিয়া তিগ্রস মহানদীর পূর্ব পারে স্থিত য়ে হালা ও হার ও গোজন থাকে তত্তৎস্থলে এবণ মেদীয়ার প্রতিনগরেতে স্থাপিত করিলেন। ইসরাএল ও যুদ্ধ উভয় দেশের পরল্পর বিচ্ছেদ কালান্তরে প্রায় দুই শত পয়ত্রিশ বৎসর হইল এতই ঘটনা সকল হইল। সে সময় ইস্লাএলি রাজ্য সৰ্ব্বতোভাবে লোপ পাইল আর অস্সুবিয়ার মহারাজ বাৰুলন থেকিয় লোক পঠাইয়া সামারিয়া নগরে এব^ তৎ চতুদিগের স্থানে নিবাসার্থে রাথিয় দিলেন। এসময় যুদ। দেশ অতি ক্ষুদ্র রাজ্য ছিল সৈ ঔগুপ্ত ও অস্মুরিয়া উভয় রাজ্যের মধ্য স্থিত আর ঐ দুই রাজ্যের অধিপতিরা দ্বেষ ভাবে পরল্পর অহিতৈষী হইয়া উভয়েই যুদ। দেশকে আক্রমণ দ্বারা পরাস্ত করণে চেষ্টিত থাকিলেন যেহেতুক, সে যাহার বশে থাকিত ইনি অধিক বলবান হইয়া অপরের প্রতি প্রত্নীকার করিতে পারিতেন । কিন্তু যাবৎকাল তন্নিবাসি লোক পরমেশ্বরের মহামন্দিরে তাহার নিদিষ্ট উপাসনাদি করা ত্যাগ না করে এব০ বেষ্টনকারি দেশের লোক ব্যবহৃত দেবপূজা ও ন করে তাবৎকালপর্যন্ত তিনি শত্ৰুগণের আক্রমণহইতে তাহাদিগকে রক্ষিত করিলেন। ইসু এলি রাজ্য নষ্ট হওন পরে যুদ। দেশ্নের হজকীয় নাম প্রথমভিষিক্ত রাজ। উত্তম ব্যক্তি ছিলেন আর প্রজাগণ