পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/২৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

235 যুদ দেশহইতে যে য়িহুদিদিগকে বন্দিভাৰে আনাইয়। দিলেন উহাদের দানিএল নামে প্রসিদ্ধ যে এক জন জুমি ন কি সেই ? তোমার বিষয়ে শুনিয়াছি তুমি দেবতাদের আত্মাবিষ্ট এব^ ধীপ্রভ ও বিজ্ঞ ও উত্তম বুদ্ধিমন্ত আছ অতএব সমুতি এ যে লিখন দেখিতেছ তদক্ষর পাঠ করিয়া অর্থ জানাইতেই জ্ঞানির ও দৈৱজ্ঞ সকল অামার বিদ্যমানে প্রস্তুত হইয়াছে কিন্তু ইহার তদৰ্থ জানাইতে পারিলেন না শুনিয়াছি তোমার গৃঢ়াৰ্থ বুঝাইবার ও সন্দেহভষ্ট্রনের বিশেষ শক্তি অাছে অতএব তুমি যদি এ অক্ষর পড়িয়। লিখনের গুপ্তভাব জানাইতে পার তুৰে তুমি দির্ষ্য ৰত্ৰপরিহিত এব৯ সোণার হারে বিভূষিতগল হইয়। তাৰৎ রাজ্যের তৃতীয় কর্তৃপদে নিযুক্ত হইৰ৷” তাহাতে দানিএল উত্তর দিয়া কহিলেন “তোমার দান সমস্তু তোমারি হউক এল০ পারিতোষিক সকল অন্যকে দেওয়া যাউক তন্তু আমি এ লিখিত অক্ষর পড়িয়া বুঝিয় রাজাকে তদৰ্থ জামাইয়া দিব হে রাজন সৰ্ব্বমহীয়ান যে পরমেশ্বর তিনি তোমার পিতা রাজা নৰুখদ নজরুকে রাজ্যভার দিয়া তাহাকে অতি প্রতাপবিশিষ্ট ও গৌরবান্বিত ও মর্যাদাবন্ত করিয়া রাখিয়া দিলেন আর তাহাকে যত পরাক্রম দেওয়া গেল তৎপ্রযুক্ত সৰ্ব্বদেশীয় ও সৰ্ব্বজাতীয় ও লম্বভাষাভাৰি লোক সমুদায় তাহাকে, আদর ভয় করিয়া রহিল তাহাতে তিনি স্বেচ্ছামতে যে কোন ব্যক্তিকে প্রাণে নষ্ট করিতেন এৰ৯