পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/২৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

237 স্বেচ্ছামতে যে কাহাকেও বাচাইয়। রাখিতেন আর আপন ইচ্ছানুসারে এক জনকে উন্নত করিয়া অন্য জনকে অপদস্থই করিতেন কিন্তু শেষ্ট্রে তাহার অহঙ্কার দোষে মনঃস্ফীতি হইলে এব^ ঐ দপদোষে তাহার অন্তঃকরণের কঠিনভাব ও হইলে তিনি রাজ সি০\হাসনভুষ্ট হইলেন এব^ তাহার সৰ্ব্বতোভাবে সম্ভমনাশ ও হইল তাহাতে তিনি মানবগণ হইতে দূরীকৃত হইয়। এব^ পশুবৎ স্বভাব পাইয়া মনুষ্যদের রাজ্যেতেই কেৰল পরাৎপর মহীয়ান পরমেশ্বর মাত্র প্রধান হইয়া অগপনার মনোনীত ব্যক্তিকেই তাহ। ভার করিয়া 'cनन এতদ্বোধ যাবৎ না করিলেন তাবৎ তিনি আকাশপতিত শিশিরে সিক্তশরীর হইয়া বন্য গদ্ধভাদি গণের সহবাসেতে রছিলেন এব^ গরু বলদের ন্যায় তৃণ মাত্র ভক্ষণ করিতেন কিন্তু হে বেলশাস্ত্ৰাৱ তুমি তাহার পুএ হইয়। এব^ উক্ত বিষয় সকল শুনিয়া জানিয়াও বিনমুমন হও নাই বরঞ্চ স্বৰ্গৰালি ঈশ্বরের বিপক্ষে বড়াই করিয়াছ এব^ তাহার মন্দিরের পুণ্য পাত্র সকল আপনকার বিদ্যমানে আনাইয়া দিলে আপনি এবণ রাজরাণী ও রাজভোগ্য ও কুলীন লোক সকলেই তাহ দিয়া মদ্যপান করিয়াছ আর তুমি রৌপ্য ও স্বর্ণ ও পিত্তল ও লোহা ও কাষ্ঠ ও পাষাণ এ সকল দুৰ্যেতে নিৰ্ম্মিত ও দর্শন শ্রবণ শক্তিৰজ্জিত ও জ্ঞানবিহীন যে দেৱমূৰ্ত্তি তাহাজেরি স্তৰম্ভক্তি করিয়াছ কিন্তু র্মে ঈশ্বরের হস্তবশতঃ তোমার প্রাণরক্ষাই হয় এৰণ যাহার আজ্ঞামতে তোমার সকল