পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/২৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

239 গতি হয় তাহাকেই আদর সম্মান কর নাই।” মুনির এৰুপ বাক্যান্তে প্রাচীরেতে সম্পলম হস্তের হঠাৎ অন্তর্ধান হইলে ইনি তল্লিখিত গুঢ়াক্ষর পাঞ্জকরিয় রাজাকে তদৰ্থ জানাইয় দিলেন। লিথনট ছিল এরূপ যথা ‘মেনে ২ টেকেল উফার্শিন” ইহার ভাব বা এরূপ বুঝাইলেন যথা “ মেনে ২ অর্থাৎ গণনা করিয়াছেন ফল ঈশ্বরই তোমার রাজ্যের স্থিতিকাল গণনা করিয়া এখনি তাহার শেষ করাইলেন ; আর “ টেকেল” অর্থাৎ তৌল করিয়াছেন ফল তোমার কৰ্ম্ম বিচার করা গেলে ঈশ্বর তোমাকে ক্ষুদ্রবোধ এব^ দুষ্টজ্ঞান করিয়াছেন ; আর “উফশিন “ অর্থাৎ বিভক্ত করিয়াছেন যেহেতুক পরমেশ্বর তোমার রাজ্যকে দ্বিভাগ করিয়া তাহ ২ মেদীয় ও ফারসুিদিগকে সমপর্ণ করিয়াছেন । ” কিন্তু ইত্যৰসরে কুরুস নগরের বহির্দিগে স্বসৈন্য সহিত পরিশুম করত তদাক্রমণুে প্রায় উদ্যত হইলেন এতদভিপ্রায়ে তিনি স্বসেনাগণকে দ্বিখণ্ড করিয়া গোরিয়া এৰণ গাদাতিস এই ২ নামধেয় যে দুই জন থলুদীয় কুলীন লোক স্বরাজার দৌরাত্ম্য অার সহিতে না পারিয়া পলায়ন করিয়া ফারসিদের পক্ষপাতী হইয়াছিল তাহাদিগকে এক ২ খণ্ডের অধিপতিপদে নিযুক্ত করিলেন তাহাতে নদীসৃোত নগরের প্রাচীর তলে যে দিগে বাহির হয় সেই দিগে খুকু দলকে স্থাপিত করা গেল এবং নদী, যে উত্তর দিগে নগরেতে পুৰিষ্টই হয় সে দিগে, অন্য দল স্থিত হইল। তাহাতে নদীর সেইস্থলে