পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/২৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

241 প্রায় নয় শত হাত পরিমাণ চৌড়াই এব^ দ্বাদশ পাদ গাম্ভীৰ্য হইলেও কুরস্ স্ববুদ্ধিতে নগরের পশ্চিম দিগে যে বৃহৎ জলাশয় আছে এব^ তচ্চতুদিগে যে বড় গড়খাই খনন করা গিয়াছিল তদুভয়েতে নদীর তাবৎ জল নিষ্কাশন করিয়া নদীপথ শুষ্ক করিতে স্থির মানস করিলেন। অতএব নদী এব• সরোবর এ উভয় সমযোগকারি কৃত্রিম নালার মুথে যে সেতু কি না মাটীর বাধ আছে তাহা কাটিয়া ফেলিতে কিয়ং ব্যক্তিদিগকে পাঠাইলেন এব^ অন্য দলকে গড়খাইরও এক পার্শ্বস্থলের মাটী কাটিতে আজ্ঞা দিলেন। এরূপেতে নদীর সমস্ত জল দ্বিখণ্ড হষ্টবাতে এক ভাগ ঐ নালা দিয়া সরোবরেতে বহিয়া পড়িল অন্য ভাগ গড়খাই দিয়া পূৰ্ব্বকার স্ববহন পথে পড়িয়া গেল তাহাতে নদী তৎকালীন নগরের মধ্যস্থল দিয়া যে পথে বহে সে একেবারে নির্জল হইয় গেল এৰণ দুইদিগে দুই দল শত্ৰুসেন সে স্তম্বীভূত পথ দিয়া এককালে নগরিতে অনায়াসে প্রৰিষ্ট হইয়। মধ্যস্থলে স্থিত রাজবাড়ীতে গিয়া মিলিল । আর দেখ বহু জন নগরনিবাসী ঐ রাত্রির নিয়মিত আমোদ প্রমোদ ভূঞ্জনার্থে স্থানে ২ ভিড় হইয়া নদীর উভয় পারে গমনাগমন করিতেছিল এব• অতিশয় হুড়াছড়িতে সকলেই অসাবধান হওয়াতে তীরস্থ দ্বার সমস্ত অমনি অবছই রহিল আর নগরের_লোক সমুদায় নিরন্ত্র এব^ প্রায় মদে, বিহ্বল অথবা সুপ্তবৎ হইয়া ছিল এনিমিত্ত ফারসির কিছু মাত্র ব্যাঘাত ন পাইয়। সোজাসোজি