পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/২৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

245 কিন্তু বাবুলনীয়ের কুয়ক্সরেসের মেদীয় দারিয়ুস এতন্নাম রাথিয়া দিল । পরে কুর ঐরুপ বিশিষ্টজয়ী হইয় লোকের সমারেীহ পূৰ্ব্বক মল্লক্রীড়া ইত্যাদি কৌতুকসম্বলিত মহোৎসৱ অনুষ্ঠান করিতে আদেশ দিলেন আর আপনার তন্মঙ্গলের এক দাতা অদ্বিতীয় ঈশ্বরকে অজ্ঞাত প্রযুক্ত তিনি উত্তম গুণে গুণী হইয়া ও কেবল মিথ্যা দেবমূৰ্ত্তির উদেশে বলি নৈবেদ্যাদি উৎসর্গ করিয়া দিলেন। ততঃপরে তিনি পিতামাতার সাক্ষাথ করিতে স্বদেশে ফিরিয়া গেলেন এবণ কতকালান্তরে মেদীয় দেশে গিয়া তদেশীয় নিজ মাতুল কুয়ক্সরেসের এক কন্যাকে রিবাহ করিলেন এরূপেতে তিনি মাতুলেরও উত্তরাধীকারী হইলেন। কিছু কালান্তে তিনি ঐ মাতুলকে প্রধানরূপে মান্য বোধ করিয়া তাহাকে সঙ্গে করিয়া বাবুলনেতে ফিরিয়া আইলেন তাহাতে আপনি সৈন্যাধ্যক্ষ পদ মাত্র প্রাপ্ত হওয়াতে ঐ দারিয়ুস এক বাবুলনিয়ার তুল্য প্রশস্ত যে মেদিয়া ও ফারস উভয় দেশের রাজ্য তাহা ভোগ করিতে উদ্যত হইলেন কিন্তু দ্বিবৎসরকালান্তে তিনি পীড়িত হইয়া মরিলেন ।