পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/২৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

247 ১৫ অধ্যায়। দারিয়ুস রাজাকর্তৃক দানিএল মুনির প্রধান মন্ত্রিপদে নিয়োগ— মুনির প্রমর্থনাবান্ত—স্বৰ্গদূত সাক্ষাদর্শন দিয়া তাহাকে o ভাবিজ্ঞান দেয় । কুরস্ এব^ কুয়কসরেস দুই জনে উক্তমতে বাবুলনেতে আগত হইয়। রাজ্য সমুদয় বিপাশতি প্রদেশ করিয়া বিভক্ত করিলেন এবণ রাজকৰ্ম্ম নিৰ্ব্বাহণার্থে তাহার। সৰ্ব্বশ্রেষ্ঠ সেনাপতিগণের মধ্যে তৎসমসখ্যক উত্তম ২ ব্যক্তিদিগকে নিৰ্ব্বাছন করিয়া এক ২ জনকে প্রত্যেক প্রদেশের দেশাধ্যক্ষপদে নিযুক্ত করিলেন আর দশাধ্যক্ষ সমূহের তত্ত্বাবধারণার্থে সৰ্ব্বপ্রধান তিন জনকে অধিষ্ঠাতা করিয়। রাখিলেন আর ইহার বাবুলন রাজধানীতে নিত্য বাস করত প্রদেশাধি পতিগণ স্ব ২ প্রদেশে কি ২ করেন এব০ কিরূপে বা রাজকৰ্ম্ম নিৰ্ব্বাহ করান তৎসমস্ত পত্রদ্বারা জানিয়া বুঝিয়া উহাদিগকে যথাপ্রয়োজন পরণমর্শ দিয়া নিজ বুদ্ধি কল্পিত বিধি বিধান অথচ রাজাজ্ঞা সকল বিজ্ঞাপন করিরেন এ নিয়ম করা গেল। তাছাতে দানিএল মুনি পূৰ্ব্বোক্ত গৃঢ়াক্ষর ব্যাখ্যা করিয়াছিলেন আর ইনি স্বপুার্থভাব বুঝাইতে ও পারেন এবণ রাজকৰ্ম্মনিৰ্ব্বাহণে অতিনিপুণ ও সুবিশ্বস্তু ও তাবৎ রাজ্যের মধ্যে জ্ঞানিতম ব্যক্তি ও আছেন তাহার বিষয়ে এইরূপ সুখ্যাতিকর বাক্য সমস্ত দারিয়ুস রাজার কর্ণগোচর হইলে তিনি দানিএলকে অধিষ্ঠাতৃ ত্রশ্নের মধ্যে প্রধান করিয়া রাথিলেন তাহাতে ইনি আর দুই জন সহকারিদের হইতে ও