পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/২৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

249 অধিক গুরুতর হইয়া রাজার পর রাজ্যের দ্বিতীয় পদস্থ ব্যক্তি হইলেন কিন্তু এমন মহাপদাকাড়ি অনেক জন থলুয় কুলীন লোক ও ছিলেন অতএব দানিএল সৰ্ব্বাপেক্ষা মান্যতর হইয়াছেন এ কারণে উহারা অতিশয় ঈর্ষ্যাভাবে মুনির কেবল অনিষ্ট চেষ্টায় থাকিল আর ইনি বিদেশীয় ব্যক্তি ও আছেন এব^ সুতুচ্ছজাতি হেরিদের এক জন বন্দি লোক হইয়া ও বহুকালাবধি উহাদেরি ৰিপক্ষ বাবুলনীয় রাজাদের অধীনে রাজকৰ্ম্ম করিয়া আলিয়াছেন অনুমানে এই ২ বিশেষ ভাবিতে ২ উহাল্লা মুনির প্রতি আরো অহিতৈষী হইয়া উঠিল। আর তাঁহার যে উত্তম চরিত্র ও দোষৰজিত ভাব তৰ্দ্ধার। আপনাদের অম্ভণত্বে এক প্রকার ভৎসনা হয় বুঝি এমন বোধ করিয়া থাকিবে অতএব উহার। আপনাদিগকে তদধিক অধিকারি জ্ঞান করিয়া যে মহাপদাম্বেষণ করিয়াছিল ইনি সে পদ প্রাপ্ত হইয়াছেন এ নিমিল্ল উহার অতিশয় রুষ্টই থাকে এব^ ইনি কোন কালে কোন ক্রমে জুট করেন তে। উহার রাজার • স্থানে অপবাদ দিয়া ভঁাহাকে অপদস্থ করিয়া নষ্ট করিতে পারে এ আশয়ে দিনে ২ র্তাহার প্রতি দ্বেষভাবে স্থিরদৃষ্টি হওত ওতেও থাকে। তাহাতে দানিএল এত দিন বিদেশে থাকিতে অতি সন্তুমযুক্ত ও সমদ্বিশিষ্ট হইয়াও স্বজন্মভূমি এবণ বাল্যকালের সুখস্থান যে স্লিরশালম নগর তাহ ২ কোন ক্রমে বিস্কৃত হইলেন নণ”আর নিজ দেশে ফিরিয়া যাইতে সদা আকাঞ্জিত আপন যে সদেশীয়েরা দাস