পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/২৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

255 কি নিকটস্থ কি য়িহদি কি য়িৱশালম নগর নিবাসি যত ইস্রাএলি লোক তাহাজের সকলেরি কেৰল লজ্জাতে অধিকার হইয়াছে কিন্তু হে পরমেশ্বর অম্মদাদির বিশেষতঃ রাজাগণের ও কুলীন লোকদের ও পিতৃসমূহের কেবল লজ্জিত মুখে অধিকার আছে বটে যেহেতুক সকলেই তোমার প্রতি পাপাচার করিয়া আছে কিন্তু যদ্যপিও আমরা প্রভু পরমেশ্বরের অবশ হইয়াছি বটে এবণ প্রভু পরমেশ্বরের কথা ন। মানিয়া তিনি আমাদিগকে আপন সেবার্কারি আচার্যগণদ্বারা যে আদেশ দিয়াছিলেন তদনুসারেও ব্যবহার করি নাই তথাপি দয়া ও পাপক্ষম করণে প্রভু পরমেশ্বরের নিত্য অধিকার আছে। আর সৰ্ব্বজন ইস্রাএলি লোক তোমার অবশ হইয়। তোমার আদেশৰাক্য না মানিয়া কেবল ব্যবস্থা লঞ্জন করিয়াছে সেইহেতু ঈশ্বরভক্ত মুস রচিত ধৰ্ম্ম গ্রন্থের দিব্য সম্বলিত যে পূৰ্ব্ব লিখন তদনুসারেই আমরা শাপগ্রস্ত হইয়াছি যেহেতু আমরণ" তাছার আজ্ঞা বিরুদ্ধে পাপক্রিয়া করিয়াছি আর তিনি আমাদের বিষয়ে এব^ অম্মদ শাসনকারি কর্তৃগণের বিষয়ে যেরূপ তাড়না বাক্য কহিয়াছিলেন তাহ পুরণার্থে আমাদের এ মহ। বিপদ ঘটিয়াছে আর য়িরশালমের যেরূপ সৰ্ব্বনাশ হইয়াছে আকাশতলস্থ আর কোন দেশের তদ্রুপ অমজল কখন,হয় নাই। আর যদ্যপিও মূল কৃত শাস্ত্ৰলিখনানুসারে আমাদের এ আপদ ঘটিয়াছে ৰটে তথাপি