পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/২৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

263 তাহা লাঙ্গল দিয়া কাটিয়া ফেলিল তাহাতে য়িহদির আরবার স্বদেশবহির্ভূত হইয়। আর ৎ দেশবিদেশে ছিন্ন ভিন্ন হইয়া গেল । যাহারা ধনবান এৰণ মহাপদস্থ হয় তাহারা কেবল সুখভোগ করত আলসেতে কালযাপন করিতে পারে অনেকেরি এমন ৰোধ আছে কিন্তু এ কেবল ভুম মাত্র যেহেতুক কেহই বিনায়াসে কখন কোন উচ্চ পদস্থের উপযুক্ত কৰ্ম্ম করিতে পারে ন৷ অতএব দানিএল মুনি তাবৎ রাজ্যের তত্ত্বাবধারক ছিলেন এ নিমিত্ত্ব তাহার অতি পরিশ্রম করণের আবশ্যকতা বোধ হয় কিন্তু তিনি ষষ্টি বৎসরাবধি নিরন্তর রাজকৰ্ম্ম করিতেছেন এব৯ তৎকৰ্ম্মেতেই অতি নিপুণ ও সুবুদ্ধি ও জ্ঞানবিশিষ্টই হইয়াছেন সুতরাণ এমন ভারি কৰ্ম্ম কর। অন্যাপেক্ষ তাহারি পক্ষে লঘুতর হইয়া থাকিবে এমন অনুমান আছে ইতি।


مج يس--

•১১ মধ্যায়। দানিএলু মুনিকে সিংহকুঙ্কারে প্রক্ষেপ করণ প্রসঙ্গ। ইত্যবসরে আর দুইজন অধিষ্ঠাতা এব^ রাজসভাসদ আরং কুলীনের মুনির প্রতি দ্বেষভাবে অনবরত ওতে থাকিয় আছে তাহাতে ইনি কোনকালে কোন অকাৰ্য্য কিন্তু কোন জুটি করিলেই তাহার রাজাকে সম্বাদ দিয়া মুনিকে হত্বাদর করিতে পারবে এই আশায় ছিল। কিন্তু তিনি অতিশয় সতর্ক এব৯ ৰিশ্বস্ত ও দূরদর্শী