পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/৩০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* 295 আপন রাজ্যের সৰ্ব্বস্থানেই এৰূপ ঘোষণা করিতে আদেশ দিলেন যথা “ফারস দেশের কুরস্ রাজা এ • আজ্ঞা দিকেছেন স্বৰ্গবাসি ঈশ্বর পরমেশ্বর আমাকেই ভূমণ্ডলের প্রায় তাবদেশে অধিকার দিয়াছেন আর য়ুদার য়িকশালম নগরেতে তাহার ভজনার্থে এক মন্দিরকে নিৰ্ম্মাণ করিতে অামার প্রতি আজ্ঞা ও দিয়াছেন অতএৱ তোমাদের মধ্যে তাহার যত ভক্ত লোক আছে তাহার। স্বসেবিত ঈশ্বরের আনুকূল্যেতে য়ুদার ঐ রিরশালমে গিয়। সেখানে ইয়াএলিদের প্রভু পরমেশ্বরের উদেশে এক ভজনালয় নিৰ্ম্মাণ করুক কারণ য়িরশালমের রক্ষণকারি ঈশ্বর তিনি মাত্র আছেন অতুএব প্রবাসিদের যে অবশিষ্ট লোক যেখানে থাকে সেখানকার দেশি লোক তাহার স্বর্ণ রৌপ্য ও অন্য২ সামগ্রী এব^ চতুফপদাদি দিয়া আনুকূল্য করুক আর তভিন্ন য়িকশালমেতে মন্দির নির্মাণার্থে মথেপ্তিত দ্রব্য দান ও করুক।” o অতএৰ ঐৰূপ ঘোষণা হওয়াতে য়িহুদিদেক্ক'ৰড়ই সন্তোষ হইল তাহতে য়ুদ ও বিন্যামিন এ দুই গোষ্ঠীর দশ জল প্রধান ব্যক্তি এব^ যাজক সমূহ ও লেৰি গোষ্ঠীর বহজন ধৰ্ম্মপরিচারক গণ সাধারণ লোক সহিতে স্বদেশে ফিরিয়া যাইতে যথাপ্রয়োজন পূৰ্ব্বায়োজন করিতে উদ্যত হইলেন আর য়িহোয়াথিন রাজার পৌত্র জরুবাবেল নাম যে রাজকুমার ইনি যাত্রা সময়ে যাত্রিপতি হইয়া য়ুদা দেশে পৌছিলে পর দেশাধিপতি হইবেন এব• য়েন্তয় নাম যে এক ৰিশিষ্ট ব্যক্তি তিনি