পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/৩০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

299 তিনিও স্বদেশে গেলেন না বরঞ্চ আমি কুরসের নিকটে থাকত অামার সদেশীয়দের অধিক হিতজনক হই-• তে পারিব-ইহা স্থির করিলেন এতভিন্ন অনুমান আছে কুরন্থ রাজা এমন সুমন্ত্রীর বিরইেতে রাজ্যশাসনে অতিব্যস্ত হইবেন এ নিমিত্ত আপনিও তাহাকে যাইতে দিতে অস্বীকৃত হন সে যাহ হউক কিন্তু যাহার বাবুলনেতে রহিল তাহারা সকলে ও মন্দির নিৰ্ম্মাণার্থে বিস্তুর ধন দান করিল। পরে হেব্রির স্ব ২ উষ্ট ও ঘোটক ও গরু ও চতুষ্ণপদ ইত্যাদি সকল নিজে ২ সন্মগ্রহ করিয়৷ তদুপরে সামগ্রী সমস্ত ও পথের সম্বল ভার দিয়া বহাইয়। স্ত্রী পূএ মমূহ সহিতে একত্র হইয়া কফল। কিম্ব কারয়ান ইতি খ্যাত যাত্রিক দল মতে প্রস্থান করিয়া মরুভূমি পথ দিয়া রিরশালমেতে ধীরে ২ গমন করিল এ রূপেতে দানিএল অাদির বন্দিভাবে বিদেশগমন কালাবধি ঠিক সপ্তত্তি বৎসর গত হইলেই প্রায় পঞ্চাশ সহস্ৰ লঙ্কক য়িহুদি লোক স্বদেশের স্বনগরেতে ফিরিয়া পৌছিল ততঃপরে মন্দিরের গোড় বলাইতে আরম্ভ করণ কালে যুৱ৷ লোক সমুদয় আনন্দ পূর্বক কোলাহল করত জয়ধ্বনি করিল কিন্তু যে কেচিৎ বৃদ্ধ ব্যক্তির পূর্বকার মন্দিরের ততোধিক অতি শোভ দেখিয়াছিল তাহার। উপযুক্ত ষোত্রাভাৰ প্রযুক্ত আপনাদের তদ্রুপ সুসুন্দর ভজনালয় নিৰ্ম্মাণ করণে অক্ষমতা মনে ২ ভাবিতে ২ রোদন বিলাপ করিল।