পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/৩১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

305 বাকশক্তিও ছিল ”। মুনি ভিন্ন আর কেহ এতদশন পায় নাই কিন্তু যদ্যপিও পশ্চাদগামি অনুচর লোক • তাহা না। দথিতে পাইল তত্ৰাপি উহার দৈবযোগে অপূৰ্ব্বমত হঠাভয়াপন্ন হইয়া পলায়ন করিল তাহাতে মুনি একা হইয়। সে স্থানে রহিয়া আছেন। অনুমান এৰূপ দৈবদর্শনযোগে ঐ যে অদ্ভুত মূৰ্ত্তিমান ব্যক্তি দানিএল মুনির দৃষ্টিগোচর হইলেন ইনি ঈশ্বরসুত ইতিথ্যাত সুপ্রসিদ্ধ ব্যক্তি বিশেষের কোন দৃষ্টান্ত স্বরূপ হইবেন কারণ সাধু য়োহন ও স্বলিথিত পুকাশিত বিষয়’ এতমাম পুস্তকেতে য়িস্ত গ্রীষ্টের সম্বন্ধে তৎসমতুল্য দৃষ্টান্ত পুসঙ্গ করিয়াছেন। আর জগন্তারক অতিশয় ঐশ্বৰ্য্যশালী ও প্রভাববিশিষ্ট্রই অণছেন এবe তিনি আপন ভক্ত লোকদের হিতার্থে অনবরত চেষ্টিত হন উভয় স্থলের বুঝি এই ভাব হইবে যেহেতুক তৎকালাবধি পঞ্চ শত তেত্রিশ বৎসর গতে তিনি মানবদেহধারণ পূৰ্ব্বক পৃথিবীতে জন্ম লইলেণ"তাঁহাতে পাপিগণ পাপমাজন ও পরমার্থজ্ঞান পায় এব°N ঐশ্বরিক শক্তিতে শুদ্ধীকৃত হইয়। আয়ুঃশেষে স্বৰ্গারোহণ করিতেও পারে এ নিমিত্ত্বে তিনি উত্তমরূপে ধৰ্ম্মশিক্ষা দিলে পর আপন প্রাণকে প্রায়শ্চিন্তরূপে উৎসর্গকরণধুেশূলে হত इहेच्चा মরিলেন এ সমস্ত বিষয় প্রসিদ্ধ আছে। কিন্তু দানিএল যদ্যপি ইহার পূর্বেও আর কোন অভূত দর্শনযোগে অন্যান্য'স্বৰ্গীয় ব্যক্তিদের সহিত সন্তাষ করিতেন।তথাপি এরপতেজাল এবsভয়ঙ্কর মুৰ্বিদর্শনেতে