পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/৩১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

309 পাইতেছিলেন এ নিমিত্ত প্রথম দিনে আসিতে পারিলেন না অনুমানে সে লোক কামু নাম কুরসের পুত্র হক্টৰেন ইনি কি জানি য়িহুদিদের বিপক্ষগণের প্ররোচনাতে উহাদের কোন প্রকার অনিষ্ট সাধনে চেষ্টিত ছিলেন পরে মীকায়েল নামে প্রধান এক জন স্বর্গদূত কিম্ব অনেকে যেমন কহে ঈশ্বরসূত যিনি তিনি আসিয়া য়িহুদিদিগের রাজসভাস্থ শৰু সমূহ বারণ পূর্বক উহাদিগকে রক্ষিত করিতে পূৰ্ব্ব-প্রেরিত দূত দানিয়েলের নিকটে আগত হইয়া য়িহুদী ও अँiद्र ९ বিশেষ দেশীয় লোক সম্বন্ধে চিরকালের ভাবি বিষয় জানাষ্টয়া কহিলেন । > অনুমান এ যে দ্বিতীয় দূত দানিএলের সহিষ্ঠ ভাবি ৰিষয় জানাইল ইনি প্রথম দৃষ্ট ঐ সুতেজোময় মূৰ্ত্তিমন্ত ব্যক্তি নয় বুঝি কোন সৃষ্ট ব্যক্তি হইবে কিন্তু মুনি ইহ না জানিয়া এপর্যন্তও ক্ষীণবল ও ত্রস্তুমন হওত কথ1 কহিতে পারিলেন না আর প্রস্তুত ব্যক্তি ঈশ্বরের আজ্ঞানুসারে তাহাকে ভরসা দিতে মনুষ্যাকৃতি হইয়। আসিয়াছিল অতএব মুনি যখন ৰ তুল্য মানৰাকার এব^ “হে অতিপুীত লোক তুমি ভয় করিও না তোমার মঙ্গল হউক তুমি সৰল হও সৰল হও”. এরুপ বাক্যবাচক সেই দ্বিতীয় জনকে দেখিতে পাইলেন তখন তিনি পুনরায় জাতৰল ও ভরসাস্থিত হইয়। কছিলেন, “ হে প্রভো •আপনি জাজ করুন যেহেত্তক আমাকে সতেজ করিয়াছেন "