পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/৩১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

313 জগতের প্রায় অধিকা^শ যুদ্ধভাবে দমন করিয়া মরিলেন তাহাতে তাহার আজ্ঞাধীন চারি জন প্রধান । সেনাপতি একযুক্তি হইয়। রাজ্য সমুদয় বিভাগ করিয়া চারি জনে চারি ভাগ রাজ্যৰূপে ভুঞ্জিল। আর উত্তর দক্ষিণ এ দুই দিগের রাজার পরল্পরেবারস্বার যুদ্ধ করবেন ইহাও কহ গেল ইহাতে বুঝি ঔগুপ্ত ও সুরিয়া এ দুই দেশের ক্রমগত রাজাগণ দীর্ঘকালব্যাপ্ত যে অনেকানেক সা-ঘাতিক স^গাম করিতেন এবA অন্তীয়থস্ নামে প্রসিদ্ধ সুনিষ্ঠুর যে সুরিয়ার রাজা তিনি য়িহুদিদিগকে যত দৌরাত্ম্য করিতেন ইহা সমস্তই জানা গেল। আর দূতোক্ত যে অবশিষ্ট ভাবিবাক্য সে কিঞ্চিং অল্পষ্ট বটে কিন্তু বোধ হয় তাহাও রুমীয়দের সমুদ্ধে উক্ত হইয়াছে যেহেতুক উহারাষ্ট খ্রষ্টের জন্ম পূৰ্ব্বেপ্রায় তেষট্টি বৎসরকাল মাত্রে যবন দেশ সমুদয় বশ করিয়া প্রায় তাৰৎ জগতের সাম্রাজ্যকারী হইল। এতভিন্ন আর ২ যত বিষয় কহ গেল বিশেষতঃ খ্রীষ্টের জন্ম পর সপ্ততি বৎসর কাল গত হইলে স্বমীয়েরrযুদ। দেশে শত্ৰুভাৰে যাত্ৰা করিবে এব- মহামন্দিরকে দাহ করিয়া পুণ্যনগর রিকশালমকে উচ্ছিন্ন করিবে এবN য়হুদি লোক সমুদয় স্বদেশে বহিস্কৃত হইয়া নানা দেশবিদেশে ছিন্নভিন্ন হইয়া যাইবে এ সমস্ত. ও কালক্রমে বিশিষ্ট রূপে লিন্ধ হইয়াছে ইহার তত্ত্বদেশোপাখ্যানকৰ্ত্তাদের সুল্লষ্ট লিপিপ্রমাণ আছে। আর জগৎশেষ না হইলে পূৰ্ব্বোক্ত ভিন্ন আর ং যে ভারি বিষয় ঘটিবে ইহারো কিয়দ^শ কহ গেল এৰণ