পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/৩৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

345° যাইত অন্মদাদি এখনকার লোক সকলের পরমার্থাম্বেষণে তদধিক বিশুিষ্ট প্ররোচনা এবণ সদুপদেশ ও আশ্বাস প্রাপ্তি হইয়াছে তাহাতে ঈশ্বর প্রতি প্রেমভক্তি করণে এব^ ধৰ্ম্মসাধনে আমাদের অনেক উপায় হইয়াছে বটে কিন্তু শাস্ত্ৰেতে বলে “ যাহারাদিগকে অধিক দেওয়া যায় তাহাদের স্থানে অধিক লওয়াও উচিত ” অতএব যাহার এক্ষণাবধি জানিয়া শুনিয়া ও কোন মিথ্যা দেবপূজা কিম্বা ঈশ্বর নিষিদ্ধ আর কোন প্রকার দুষ্কৰ্ম্ম করে তাহার। কেমন করিয়া তত্তদোষ ক্ষমা পাইতে, পারিবে ? অণর * পরমেশ্বর যে দিনে পৃথিবীর তাবৎ লোকের কৰ্ম্মবিচার করিবেন এমন এক দিন তিনি নিরূপিত করিয়াছেন” এব৯ সেই দিনে “ তিনি প্রত্যেক মনুষ্যকে আপনং কৰ্ম্মানুসারে প্রতিফল দিবেন ফলতঃ যাহারণ সত্য ধৰ্ম্মকে অগ্রাহ্য করিয়া কোন বিরুদ্ধ ধৰ্ম্মের আজ্ঞাবহ হয় এমন বিরোধি গণকে অর্থাৎ প্রত্যেক কুকৰ্ম্মকারি প্রাণিকে কোপাস্বদ ও ক্রোধের পাত্র জ্ঞান করিয়া মানিয়া তাহার প্রতি কেবল দুঃখ ও যন্ত্রণ। মান্ত্ৰ ঘটাইবেন কিন্তু যত সৎকর্মকারি লোক আছে (কিম্বা হইবে) তাহাদেরি প্রতি তিনি মহাসুখ ও সন্তুম ও পরমশান্তির ঘটনা করাইবেন এব°N বিচার বিষয়ে ঈশ্বরের কোন পক্ষপাত ও নাই” শাস্ত্ৰেভে এরূপ স্থির নিয়মের কথা লেখা আছে । ইতি ।