পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

33 অতএব তিনি দানিএল ও তাহার বন্ধুগণকে কহিলেন রাজার উত্তম ভোজ্য ও সুপুষ্টিকর প্রসাদান্ন না থাইলে তোমরা সুদুৰ্ব্বল ও ক্ষীণ হইয়। যাইবা তাহাতে রাজা বদনের মানভাব ও শারীরিক অসুস্থত। দেখিয়া হেতু জিজ্ঞাসা করিবেন আর সত্যেন্তর দিলে ইনি মহাকুদ্ধ হইয়। আমাকেও কি জানি মৃত্যুদণ্ড করিয়া দিবেন। দানিএল সুবুদ্ধিদ্বারা এ সময় কোন উত্তর দিলেন না কিন্তু পরে মেলুর নামে যে ব্যক্তি চারি জন ছেত্ত্বি লোকের তত্ত্বাবধারকপদে নিযুক্ত হইয়াছিল তাহারি প্রতি এই নিবেদন করিলেন ফলতঃ ইনি যদি অনুমতি দেন তে চারি জন্য দশ দিন কেবল ভূমিজ বস্তু ও জল খাওয়া মাত্ৰেতে শারীরিক সুদশায় আছে কি না ইহা নির্ণয় করেন। তাহাতে মেলুর স্বীকৃত হইয়া দশ দিন গেলে পর চারি জনের আস্য নিরীক্ষণদ্বারা দেথিzলন তাহারা রাজপ্রসাদভোজি আর ২ যুৰাগণাপেক্ষ ও অধিক সুন্দর ও সুপুষ্ট হইয়াছিল অতএব তৎক্ষণাবধি তাহারা শাক Arায় এব০ জল মাত্র পান করে ইহাতে মেলুর সৰ্ম্মত হইয়া রাজা যে দ্রব্য পাঠান তাহ থাইতে আর দিল না। এ সমস্তু ঘটনাকালে দানিএলের যে বুদ্ধি ও উত্তম স্বভাব উদয় হইল সে কেবল আটার বৎসরের মানুষে প্রায় দেখা যায় না। আর স্বধৰ্ম্মমতে অবিহিত আচার করণে অসম্মতিদ্বার। তাহার সুধৰ্ম্মনিষ্ঠ ও প্রকাশ পাইল তাহাদ্বারা বোধ হয় ইনি দূর দেশেও স্বসেবিত পরমেশ্বরের বিষয় বিস্মৃত নন এব• তাহার ব্যবস্থা সকল মনে