পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'45 আর রাজসদনে তাহাদের স্বসুম পদে নিয়োগ হইৰাতে অবশ্য বাবুলনীয়েরাও সতত পরমেশ্বরে ভক্ত এব" দেবোপাসক উভয় পক্ষের মধ্যে কেবা উত্তম কেবা অধম ইহা স্লষ্ট দেখিয়া ধৰ্ম্মাধৰ্ম্ম বিষয়ে নিশ্চয় ৰোধ করিতে পারিত। হে পাঠক তুমিও কি জীবদ্দশায় কোন উত্তম কৰ্ম্মৰার জগজ্জনের উপকার করিতে ইচ্ছুক হইয়াছ এব০ লোকান্তর গত হইলেও মনুষ্যেরা তোমাকে স্মরণ করিয়া রাথে ইহা কি বাঞ্ছা কর? তবে এ পরামর্শ দি তুমি স-সারের সুথাদিতে মধ্যবিত চেষ্টা করিও এব°N যৌবনকালে বিদ্যোপাৰ্জ্জনাদি উত্তম ব্যবহারেতে সু্যত্নবান হইও। দেখ ঈসাক্‌ নূতন নামে খ্যাত সৰ্ব্ববিদিত একজন বিদ্যার্থি ব্যক্তি আয়ুর অবসান কালে এ কথা কহিলেন “আমি স্বাভাবিক বুদ্ধির গুণে কিছু মাত্র সাধন করি নাই কিন্তু আমার যাহা হইল সে কেবল প্রয়াস ও পরিশুম দ্বার। হইল কারণ তাহা করিলেই ঈশ্বর অবশ্য আশীৰ্ব্বাদুও করেন এ নিয়ত।” & অধ্যায় । নবুখদনজরের স্বপুৰ্দশন তদ্ভুত্তান্ত । নৰুখদনজুরের রাজ্যাভিষেক হওন পর দ্বিতীয় ৰংসরে অর্থাৎ দানিএল যে সময় বাবুলনেতে আসিয়াছিলেন তৎপর চতুর্থ বৎসরে এক অদ্ভুত ঘটনা হইল সে এ প্রকার। রাজ কোন দিন রাত্ৰিযোগে রাজবাটীর শয়নাগারে নিদ্রা গেলেন কিন্তু দুঃস্বপু জন্য তিনি কাতর হইলে তাহার হঠাৎ নিয়া ভঙ্গ হইল। কিয়sরণল পরে