পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

49 যাহারণ তাহাদিগকে ডাকিয় স্বস্থানে প্রস্তুত করিত্তে আদেশ দিলেন । পণ্ডিতেরা ত্বরায় আসিয়া রাজার স্থানে সাক্ষাৎ হইয়া দাড়াইল। তাহাতে রাজা এরুপ বাক্য কহিলেন আমার এক স্বপুদৰ্শন হইয়াছে আর স্বপুণর্থ জানিতে আমীর মন বড়ই ব্যাকুল হইয়াছে। পণ্ডিতের উত্তর করিয়া কহিল হে রাজন আপনি চিরজীবী হউন আপনকার দাসদিগকে স্বপূদর্শন জানাউন তাহাতে আমরা তদৰ্থ বুঝাইয়। দিব । বাস্তবিক তাহাদের এমৎ ক্ষমতা ছিল সে সম্ভবে না কিন্তু রাজাকে ভুলাইয় প্রবঞ্চনা করে তাহার। এমত কল্পনা করিয়া বুঝি কোন মিথ্য। ব্যাখ্যা করিয়া দিতে চাহিল। সে যাহ। ইউক তাহারণ যাহা কহিল রাজা স্বপু জানাইলে আমরা অর্থ করিতে পারিব না করিলে তো হয় না সে কথা যুক্তিসিদ্ধ বটে আর রাজা স্বপুযোগে যাহা ভাবিয়াছিলেন আপনিও তাহ বিস্মৃত হইলেন তত্ৰাপি পণ্ডিতের রাজার তৎকালীন দৃষ্ট সকল জানাইতে না পারিবাতে ইনি মহাকোপাবিষ্ট হইলেন সে তাহার বড়ই অনুচিত হইল বটে কিন্তু পৃথিবীর পূৰ্ব্বদেশীয় রাজা সকল প্রজাগণের উপরে অতিশক্তরূপে কর্তৃত্ব করিতেন এব^ স্বেচ্ছাক্রমে তাহার লোকের সৰ্ব্বস্ব ধন লইয়। প্রাণদণ্ড ও করিতেন আর অনবরত তদ্রুপ শক্তিমন্ত হওন প্রযুক্ত উাহারা কালক্রমে নিষ্ঠুর এব^ উপদ্রবী হইয়। থাকিতেন । - - • অতএব নবুখদনৰ্জ্জর, পণ্ডিতেরদিগকে আরও শক্ত ৰুরিয়া কহিলেন তোমরাই আমাকে স্বপুদৰ্শন জানা