পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

51 ইয়া তদৰ্থ বুঝাইয়া দেও যদি কর তো আমি যথেষ্ট ধন দিব না করিলে তোমাদিগকে প্রাণে নষ্ট করিয়া কুল সমুদয়কেও নিত্য স্থায়ি কলঙ্কবিশিষ্ট করিয়া দিব । পণ্ডিতেরা আরবার প্রত্যুত্তর, করিয়া, কহিল মহারাজ আপনি যে আঁজা দেন সে কোন মনুষ্যের সাধ্য বিষয় নহে আর ইহার পূর্ক্সে কোন রাজা অতি সুপণ্ডিত মায়াবী এব• দৈবজ্ঞগণকেও এমত আজ্ঞা কখনো দেন নাই। আর মাeNসবিশিষ্টদের সহিত নিবাস করেন না যে দেব তারা তাহ ব্যতিরেকে কেহইৱা এতদ্বিষয় রাজাকে জানাইতে পারিবে না । তাছাতে রাজা অধীন ব্যক্তিদের নিকটে ইচ্ছামতে সদা প্রাপ্তার্থ হওন প্রযুক্ত মহাক্রোধ পূৰ্ব্বক আরিয়স্থ নাম অনুচারি সেনাধ্যক্ষকে তৎক্ষণাৎ ডাকিয় বাবুলননিবাসি পণ্ডিতগণ সমুদায়কে নষ্ট করিতে আজ্ঞা দিলেন। আরিয়থ এমত্ব আজ্ঞা পাইয়। প্রস্তুত কি অপ্রস্তুত কিছু বিশেষ না করিয়৷ পণ্ডিতগণকে একত্র করিয়া সকলেরি প্রাণদণ্ড করিতে গেলেন । তাহাতে দানিএল এব৯ তাহার मांश्tि tअग्न পণ্ডিত লোকের মধ্যে গণিত হইয়াছিলেন এনিমিত্তে জ্বারিয়থ তাহাদিগকে ও ডাকিয়া রাজাজ্ঞা জানাইলেন । শুনিবা মাত্র দানিএল রাজার সাক্ষাৎকারে গিয়া রাজা যদি কিছু দিনের বিলম্ব দেন তো আমিই রাজার স্বপুণর্থ বুকাইয়। দিব এ কথা কহেন ইহাতে রাজার সম্মতি পাইয়। তিনি স্বস্থানে গিয়া বন্ধুত্রয়কে বৃত্তান্ত সকল জ্ঞাত করিলেন, আর 'তাহারাও বিরলে গিয়া ঈশ্বর