পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

57 of পরে ঐ শিলাখণ্ড ক্রমে ২ বঞ্চুি হইয়। শেষে পৰ্ব্বতের ন্যায় বড় হইয়। ভূমণ্ডলে ব্যাপ্ত হইল রাজার স্বপুদৰ্শন এই হইয়াছিল। পরে দানিএল রাজার স্থানে ইহার যে অর্থ প্রসঙ্গ করিলেন সে এ প্রকার স্থূলতঃ ভাবি কালে যেৰূপ চারি বড় রাজ্য হইবে তাহ দৃষ্ট মূৰ্ত্তি দ্বারা পূৰ্ব্ব প্রকাশিত ইহার বিশেষ করিয়া লিথি । প্রথম রাজ্য থলীয় রাজ্য অর্থাৎ বাবুলনিয়া দেশের পরম্নর রাজাদের রাজ্যাধিপত্য সে তৎকালের কিছু পূর্ক্সে উদিত হইয়াছিল আর ঐ রাজাদের মধ্যে নবুখদনৰ্জ্জর সন্ত্ৰশ্রেষ্ঠ উঠিলেন। আর বাবুলনিয়ার রাজ। অসভ্য ওঁয়ার ব্যতিরিক্ত প্রায় জগতের জনপদোপরে কর্তৃত্ব করিতেছিলেন এব• স্বণের মস্তকৰূপ দৃষ্টান্তদ্বারা তাহার অপূৰ্ব্ব মত ঐশ্বৰ্য্য ও প্রতাপাদি বোধ হইল। শেষে নৰুশ্বদনজরের অভিষেক কালাবধি খলীয় রাজ্য কেবল ষটষষ্টি বৎসর মাত্র পর্যন্ত থাকিবে ইহাও কহ গেল । আর দৃষ্ট মূৰ্ত্তির রূপার অণশ যে সে বাবুলনীয় রাজ্যের পর হইবে যে ফারসিদের•ও মেদীয়দের রাজ্য এমত বোধ হইল আর সে দুই শত নয় বৎসরের কাল থাকিৰে ইহাও নির্ণয় করা গেল। পিত্তলময় ভাগের . দৃষ্টান্তদ্বারা ফারসিও মেদীয় রাজ্য নাশক তৃতীয় এক ভিন্ন রাজ্য বোধ হইল সে মাকিদনীয় ও গ্রীকীয় রাজ্য আর সে পূৰ্ব্ব রাজ্যৰয় অপেক্ষাও বড় হইবে এব^ পূৰ্ব্ব পশ্চিম উভয়দিগ্নে অতি দূরে ব্যাপির যাইবে ইহাণ্ড কহ গেল। জগৎ সষ্টির পর প্রায় তিন লহলু