পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

61 * * ইহাও কহ গেল সেই রাজ্যে গ্রীষ্টের রাজত্ব বোধ হয় যেহেতুক তিনি রুমীয় রাজ্য থাকিতেও পৃথিৱীতে অবতীর্ণ হইয়া আসিয়া মনুষ্যগণের উপরে কর্তৃত্ব করিবেন সে ইন্দ্রিয়গোচরে এব^ প্রকাশাভাবে হইবে তাহা নয় কিন্তু তিনি মনাকর্ষণদ্বারা আপনার প্রতি লোকদের প্রেমোদয় করাইয়া তাহাদিগকে স্বেচ্ছামতে আজ্ঞাবহ করিয়া রাথিবেন। আর প্রস্তর যেমন ক্রমে ২ বৰ্দ্ধনশীল হইবাতে শেষে বড়ই পৰ্ব্বত হইয়া জগতের সৰ্ব্বদেশে ব্যাপিল তেমনি গ্রীষ্টের রাজ্য ও ক্রমশঃ বাড়িয়া ব্যাপিৰে অর্থাৎ যে পর্যন্ত সৰ্ব্বদেশীয় লোক গ্রীষ্টের প্রতি আকৰ্ষিত হইয়া ভক্তি ও প্রত্যয়ভাবে তদ্ধৰ্ম্মাশ্রিত না হয় সে পৰ্য্যন্ত তন্মত সৰ্ব্বত্র ব্যাপিয়া দিনে ই বাড়িবে এ সকল বিষয় দানিএল মুনি কর্তৃক কহ গেল। • অতি দপিত ও দুরন্ত যে রাজা নবুখদনজর তাহাকেই পরমেশ্বর ঐ পূৰ্ব্বোক্ত ভাবি বিষয় জ্ঞাত করিলেন ইহাতে কি জানি পাঠকের আশ্চৰ্য্য বোধ হয় কিন্তু দেখ তিনি জ্বগ ও পৃথিবী উভয়েতে,স্বেচ্ছামতে ব্যবহার করেন তিনি বালাম নামে বিদিত দুঃশীল ব্যক্তিকেও অনেক পুরুষানুক্রম কালের ভাৰি বিষয়ের পূর্ব জ্ঞান দান করিলেন তিনি কাল ও ব্যক্তির বিশেষ বুৰিয়া উচিতানুচিত সকল জানেন কিন্তু সে সমস্ত আমাদের অজ্ঞাত। আর যাহার মুখে ও যৎকালে ও যে পর্যন্ত তাহার স্বেচ্ছার কার্য মনুষ্যগণকে প্রকাশ করিতে উপযুক্ত হয় তাহাও তিনি জানেন।