পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

73 গেলে তাহাকে থেৰার নদীতীরে নিবাসি য়হুদিদের মধ্যে রাখা গেল । - পূৰ্ব্বোক্ত য়িত্নময় ও তাহার পূর্বৰৰ্ত্তি ইসাইয়। উভয় জনে য়িত্তশালম নগর শেষকালে নবুখদনজর কর্তৃক ছিন্ন ভিন্ন হষ্টয়া যাইৰে ইহ অনেকবার কহিলে ও য়হুদিরা তদ্বাক্যে প্রত্যয় করিল না । বাবুলন দেশে আনীত লোকের মধ্যে অনেকেই কিছুকালান্তরে স্বদেশে স্বচ্ছদে বাসার্থে ফিরিয়া যাইতে অপেক্ষী থাকিল যেহেতুক দুই জন মিথ্যা ভাবিকথক তাহাদিগকে ভুলাইয়। ওমন আশ্বাস দিয়াছিল কিন্তু সকলে অবিলম্বে স্বদেশে ফিরিয়া যাইবে ইহা কহনে তাহারা ঈশ্বরের অাদেশছলদ্বার স্বদেশীয়দিগকে প্রবঞ্চনা মাত্র করিল । অতএব এতদপেক্ষাতে লোক সকল যত দিন বাবুলনে থাকিল তত দিন বৃথা সন্তোষযুক্ত হইয়া বর্তমানকালে স্বমঙ্গল চেন্টায় অবহেলা করিতেছিল। জদকীয় রাজ্যাভিষেক থর দ্বিতীয় বৎসরে নৰুশ্বদনক্স রের স্থানে দুই জন দূতকে স্বাবুলনেতে পাঠাইলেন য়িৰমীয়া এমত সুযোগ পাইয়া বাবুলন নিৰালি য়হুদিদিগের প্রতি আর এক পত্র লিথিয়া প্রেরণ করিলেন তাহাতে য়হুদিরা বাবুলনিয়া দেশে সপ্ততিবৎসর থাকিবে ঈশ্বর ইহ। নির্ণয-করিয়াছিলেন এ কারণ তাহারা গৃহ নিৰ্ম্মাণ ও উদ্যানের বৃক্ষ রোপণ করিয়া নৰুখদনৰ্জ্জরের অধীনতাতে শান্তরপে থাকে এই ৰূপ পরামর্শ দিলেন পত্রের এক অeশ লিথিয়া দি যথা । ।