পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

77 বটে। তখন তোমরা আমার নাম করিয়া ডাকিয়া প্রার্থনা করিতে যাইৰ তাহাতে আমি তোমারদের সে প্রার্থনা নিতান্তই শুদ্ৰণ করিব। 'আন্তঃকরণের সহিত আমাকে শক্তরূপে অন্বেষণ কৰিতে গেলে তোমরা অনুসন্ধান করিবামাত্র আমাকে প্রাপ্ত হইবা । ঈশ্বর আরও কহিতেছেন তোমরা আমাকে প্রাপ্ত হইলে আমি তোমাদের যে বন্দিভাব তাহ ফিরিয়া দিব আর যে সকল দূর দেশের লোকের স্থানে তোমাদিগকে তাড়াইয়। দিয়াছি তথাহইতে ও তোমাদিগকে ফিরিয়া একত্র করিব এব^ যে স্থান হইতে তোমাদিগকে বন্দিভাবে আনাইয়া দিয়াছি সে স্থানেতে তোমাদিগকে ফিরিয়া আনিব ”। এতৎপ্রতিজ্ঞ ভিন্ন ঐ মিথ্যা ভাবিকথকগণের ভয়ঙ্কর শাস্তির প্রতিজ্ঞা ও লেখা গেল সে অবিলম্বে সিদ্ধ হইল যেহেতুক উহার রাজ্যের উপদ্রবকারি ব্যক্তি ইহা নিশ্চয় জানিয়া রাজা নবুখদনজর তাছাদিগকে দগ্ধ করিয়া প্রাণে নষ্ট করিলেন । o বাবুলননিবাসি য়হুদি লোক ঐ, পত্র পাঠার্থে একত্র হয় ইহাতে আমাদেরও হর্ষ বোধ হয়। কেননা ঈশ্বর য়িকুমীয়াকে যে লিখন করিতে আজ্ঞা দিয়াছিলেন তৎ শুবণার্থে ভদ্রেতর সাধারণ লোক সকলে একত্র হইয়া আইল ইহার মধ্যে কারাগারে বদ্ধ য়িহোয়াথিন রাজার পরিবর্তি স্বরুপ যে দানিএল তাহার সহিত য়ুদার রাজব-শোভন ,সকল এব৯ দ্বাদশ গোষ্ঠীর অধিপতিগণ এৰ প্রতি কুলের প্রধান ব্যক্তি সমস্ত ।