পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

79 সভা স্থানে আইলেন সেখানে লেবির গোষ্ঠুৎপন্ন ধীর ও সুপণ্ডিত ও সম্ভান্ত যাজকাদি সখেদে আইলেন থেদের কারণ এই তাহারা পূৰ্ব্বে মহামন্দিরে যে নিত্য উপাসনাদি হৃষ্ট মনে করিতেন তাই বলাৎকার দ্বারা দূর দেশে আনীত হওনপুযুক্ত আর করিতে পারিলেন না। ইতর লোকও আনন্দ পূর্বক পত্র শ্রবণ করিল কিন্তু কেহ ২ মিথ্যা ভাবিকথকগণের বাক্যে প্রত্যয় করিয়াছিল এ জন্য তাহারাই অসন্তুষ্ট হইল তাহাতে শেমাইয়া নামে এক ব্যক্তি য়িকুমায়ার প্রতি দোষারোপ বাক্য পরিপূর্ণ এক পত্র লিথিয়া য়িত্তশালম নিবাসিদিগকে তাহ। পাঠাইল আর পূৰ্ব্বোক্ত মত অনাশ্বাসক পত্র লিখন দোষপ্রযুক্ত তাহার। রিভমীয়াকে উচিত মতে যেন অনুযোগ করে এন্ধপ পরামর্শ ও দিল। য়িন্ধর্মীয় ইহা যখন শুনিলেন তথম ঈশ্বরের আদেশ পাইয়। তিনি শেমাইয়ার পক্ষে সুশক্ত দণ্ডসূচক কোন ভাবি কথা কহিলেন। উক্ত বৎসরে বাবুলকনিবাস য়হুদি লোক ইউফুট মহানদীর তীরে অণরবরি একত্র হুইয়। তাইল কারণ য়িকর্মীয় স্বলিথিত গ্রন্থে পঞ্চাশৎ এব• এক পঞ্চাশখ পর্ক্সে যে ভাবিকথা লেখা আছে তাহা সে সময় ঈশ্বরের প্রমুখাৎ পাইয়া পুস্তকে লিথিয়া বাবুলনেতে পাঠাইয়াছিলেন । তৎকালীন পুস্তক যে সে লস্থা থান কাপড় কিম্ব পরিষ্কৃত পশু চৰ্ম্মের খণ্ড কিম্বা নল বিশেষের প্রসারিত পাটেতে নিৰ্ম্মিত আর প্রস্তুত হইলে পর তাহাকে পটের ল্যায় জড়ান যাইত অতএব য়িকুমীয়ার