পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

85 স্থির করিলেন। পরে প্রায় দেশের আর ২ নগর সমস্ত ধরা গেলে তিনি য়িন্ধশালম নগরেতে গিয়া তাহা সৈন্যদ্বার" পরিবেষ্টন করিয়া-বসিলেন তাহাতে সেনাগণের চতুর্দিকৃস্থিত তাম্ব বাহুল্য প্রযুক্ত নগরের নিবালি লোক খাদ্য দুৰ্য আহরণার্থে কিম্বা কোন সাহায্যাম্বেষণার্থে কিম্বা পলায়ন করিয়া স্বরক্ষার্থে বাহির হইয়া মাইতে পারিল ন৷ অতএব জাদকীয়া বড়ই ভীত হইয়া য়ি রূমীয়া ভাবিকথককে ডাকাইয়। উপায়ের বিষয় জিজ্ঞাসিলেন তাহাতে ঈশ্বর নগরকে নবুখদনজুরের হস্তাপিত করিতে নির্ণয় করিয়াছেন য়িকুমীয়া এ কথা কহিয় তাহা অৰিলম্বে শত্ৰুহস্তে অপিত করিতে পরামর্শ দিলেন কিন্তু জদকীয়া ইহাতে সম্মত হইলেন না। আর যদ্যপিও নিৰাসির এ তাবৎ কাল বাহির হইতে না পারাতে ভক্ষ্য সামগ্রী অকুলান হইল তত্ৰাপিও তিনি আর দ্বাদশ মাসপর্যন্ত শতু বারণ পূৰ্ব্বক নগরকে রক্ষিত করিলেন। তাহাতে বৎসরান্তকালে য়িৰশালমেতে আর কোন খাদ্য দুব্য না থাকাতে লোকে অাহারা ভাবের কারণবশতঃ ক্ষুধায় মরণের শঙ্কায় প্রিয় ব্যক্তির মৃত দেহ অর্থাৎ শৰtহার করিতে উদ্যত হইল । অবশেষে গ্রীষ্মকাল উপস্থিত হইলে অনাহারে অতি ক্ষীণতা ও দৌৰ্ব্বল্য প্রযুক্ত নিবাসির প্রাচীরে থাকিয়। শত্ৰু বারণ করিতে আর পারিল না তাহাতে থলুয়ের আঘাতদ্বারা প্রাচীর ভাঙ্গনার্থে যে মহাদণ্ড ও আর ং যন্ত্র সমস্ত- তাহ প্রাচীয়েতে লাগাইয়। মারিয়া অবিলম্বে