পাতা:দানিএল মুনির চরিত্র.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

87 অনেকানেক বৃহৎ ছিদ্র করিয়া একেবারে নগরেতে প্রৰিষ্ট হইল তাহাতে থলুর রাজকুমার ও কুলীনগণ দ্বারের সন্নিধানে উত্তমাসনে উপৰিষ্ট থাকিতে সেনাসমূহ পলায়িত য়হুদিদিগকে ধরিতে পশ্চাতে গিয়া দৌড়িল ইতিমধ্যে রাজা জদকীয়া নগর হইতে বাহির হইয়া পলায়ন করিতে উদ্যত হইলেন কিন্তু থলয়ের তাহাকেও ধরিয়া নবুখদনজরের স্থানে ফিরিয়া আনয়ন করিল তাহাতে মহারাজ নৰুখদনৰ্জ্জর প্রথমতঃ জদকীয়ার পুএদিগকে পিতার চক্ষুগোচরে থভু দিয়া মারিয়া প্রাণে নষ্ট করাইলেন পরে রাজা স্বসন্তানের মৃত্যু যন্ত্রণ দেখিলে পর যাবজ্জীবনে আর কিছু ন দেখিতে পারেন এই নিমিত্তে তিনি অতিক্রতা পূৰ্ব্বক তাহার দুই চক্ষু কুটক নিগত করাইয়। তাছাকে অন্ধ করিয়া রাথিলেন। পরে অন্ধীভূত রাজা বাবুলনেতে প্রেরিত হইয়ণ সেখানে মরণকাল পর্যন্ত কারাগারেতে বদ্ধ হইয়া থাকিলেন। এসকল দুর্ঘটনা হইবে ইস্থা পূৰ্ব্বেয়িজকিএল কর্তৃক কথিত হইয়াছিল যেহেতুক পরমেশ্বর তাহার মুখে জদকীয়ার বিষয়ে এরূপ কথা কহিলেন। যথা “ আমি তাহার উপরেতে আপন জাল বিস্তার করিব তাহাতে তিনি আমার ফাদে ধৃত হইবেন আর আমি তাহাকে থলুয়দের দেশে কিনা বাবুলনেতে আনাইয়া দিব এবণ তিনি তাহা স্বচক্ষেতে না দেখিয়া ও সেখানে মরিবেন।” এক মালান্তরে নবুখদনৰ্জ্জর য়িক্কশালম নগরকে সৰ্ব্বতোভাবে বিনষ্ট করণার্থে নবুজরাদিন নাম অাপ