পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ や 8 দায়ুদের গীত । [১১৮ গীত । সপক্ষ হন ; অতএব যাহারণ আমাকে ঘৃণা করে, তাহাদের বিপদ আমি দেখিব । মানুষের উপরে নির্ভর করা অপেক্ষ পরমেশ্বরের শরণাগত হওয়া উত্তম। এব০ অধ্যক্ষগণের উপরে নির্ভর করা অপেক্ষ পরমেশ্বরের শরণাগত হওয়া উত্তম । ভিন্ন জাতীয় লোক সকল অামাকে বেস্টন করে, তথাপি অামি পরমেশ্বরের নামের গুণে তাহাদিগকে উচ্ছিন্ন করিব। তাহারা আমাকে ঘেরে ও চতুদিগে অবরোধ করে, তথাপি অামি পরমেশ্বরের নামের গুণে তাহাদিগকে উচ্ছিন্ন করিব। তাহারণ মধুমক্ষিকার ন্যায় আমাকে ঘেরে, তথাপি কণ্টকের অগ্নির ন্যায় নিৰ্ব্বাণ হইবে ; আমি পরমেশ্বরের নামের গুণে তাহাদিগকে উচ্ছিন্ন করিব। (হে শত্রো, ) তুমি আমাকে নিপাত করিতে । অত্যন্ত ঠেলিয়াছ, কিন্তু পরমেশ্বর আমার উপকার করিলেন। পরমেশ্বর আমার বল ও গণনস্বরূপ হইয়া o, 2 o, 3 অামার পরিত্রাতা হইলেন । ধাৰ্ম্মিকগণের তাস্থতে ১৫ আনন্দ ও জয়ধ্বনি শুনা যায় ; পরমেশ্বরের দক্ষিণ হস্ত বীরের কৰ্ম্ম করে। পরমেশ্বরের দক্ষিণ হস্ত উচ্চতর, ও পরমেশ্বরের দক্ষিণ হস্ত বীরের কৰ্ম্ম করে। অামি মরিব না, বর০১ সজীব থাকিয়া পরমেশ্বরের কৰ্ম্মের বর্ণনা করিব | পরমেশ্বর আগমণকে অতিশয় শাসন করিলেন, কিন্তু মৃত্যুর হস্তে সমৰ্পণ করেন নাই। তোমরা অামার নিমিত্তে ধমুদ্ধিার মুক্ত কর, অামি তাহা দিয়া প্রবেশ করিয়া পরমেশ্বরের প্রশ৭সা করিব । এই পরমেশ্বরের দ্বার, ইহা দিয়া ধাৰ্ম্মিকগণ প্রবেশ করে। আমি তোমার প্রশ৭সা করিব, কেননা তুমি অামাকে উত্তর দিয়া অামার পরিত্রাণস্বরূপ হইয়াছ। సి 》 b ≤ R o R » গাথকেরা যে প্রস্তর অগ্রাহ করিয়াছে, তাহা কো- ২২ 164