পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/২৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৪ অধ্যায়।] হিতোপদেশ । * 8 २७ তাহা দেখিয়া অসন্তুষ্ট হন, এবং তাহাহইতে ক্রোধ ১৯ ফিরান। কদাচারি লোককে দেখিয়া ব্যাকুল হইও ২০ না, ও দুষ্টকে দেখিয়া মাৎসৰ্য্য করিও না। যেহেতুক কদাচারির পারত্রিক মঙ্গল হয় না, ও দুষ্টগণের প্রদীপ ২১ নিৰ্ব্বাণ হয়। হে আমার পুত্র, পরমেশ্বরকে ও রাজাকে ভয় কর, এব০ চঞ্চলমতিদের সঙ্গ করিও না । ২২ কেননা তাহীদের অকস্মাৎ বিনাশ ঘটবে ; এবs সেই উভয়ে যে স^হার করিবেন, তাহ কে জানিতে পারে ? ২৩ এই সকলও বিদ্বান লোকদের কথা। বিচারে মুখা২৪ পেক্ষা করা উচিত নয়। যে কেহ দুষ্টকে ধাৰ্ম্মিক বলে, প্ৰজাগণ তাহাকে শাপ দেয়, ও লোকেরা তাহাকে ২৫ ঘৃণা করে। কিন্তু দোষানুযোগকারিদের প্রতি আনন্দ ২১ হয়, ও তাহণদের প্রতি উত্তম আশীৰ্ব্বাদ ঘটে। যথার্থ উত্তরকারির যে ওষ্ঠাধর, তাহা লোক চুম্বন করে। ২৭ বাহিরে তোমার কার্য্য প্রস্তুত কর, ও ক্ষেত্রে তাহ ২৮ নিম্পন্ন কর, পরে তোমার বাটী নিৰ্ম্মাণ কর। অকারণে তোমার প্রতিবাসির বিপক্ষে সাক্ষী হইও না, ও ২৯ তোমার ওষ্ঠ দ্বারা প্রতারণা করিও না। " সে অামার প্রতি যেমন করিয়াছে, আমিও তাহার প্রতি তদ্রুপ করিব ; ও যাহার যেমন কৰ্ম্ম, তাহণকে তেমনি ফল দিব, এমত কথা কহিও না। ৩০ অামি অলসের ক্ষেত্ৰ দিয়া ও অজ্ঞানের দ্রাহ্মণক্ষেত্র ৩১ দিয়া গিয়াছিলাম। দেখ, তাহার সর্বত্র কাটা ও বিছুটিতে ব্যাপ্ত ও তাহার প্রস্তরময় প্রাচীর ভগ্ন ৩২ ছিল । তাহ অবলোকন করিয়া অামি মনে ২ বিবেচনা করিলাম, এবণ তাহ দেখিারণ উপদেশ পাইলাম । ৩৩ আর অল্প কাল নিদ্র ও অল্প কাল তন্দ্র ও অল্প কাল 249