৩৭ গীত।] দায়ুদের গীত। 3 수 ২ রিদের প্রতি ঈর্ষা করিও না। কেননা তাহার ঘাসের ন্যায় ত্বরায় ছিন্ন হইবে, ও হরিৎ তৃণের ন্যায় স্নান ৩ হইবে। পরমেশ্বরেতে নির্ভর রাথিয় সদাচরণ কর, ও ৪ দেশে থাকিয়া সত্যতাতে তৃপ্ত হও । এবণ পরমেশ্বরেতে আনন্দিত থাক, তাহাতে তিনি তোমার তাবৎ ৫ মনোবাঞ্ছা পূর্ণ করবেন। তোমার গতির ভার পরমেশ্বরেতে সমর্পণ কর ও র্তাহাতে নির্ভর কর, তাহাতে ৬ তিনি কৰ্ত্তব্য সাধন করিবেন ; এব° দীপ্তির ন্যায় তোমার ধৰ্ম্ম ও মধ্যাহ্নের ন্যায় তোমার যথার্থতা ৭ প্রকাশ করবেন। পরমেশ্বরের নিকটে নীরব হইয়া তাহার অপেক্ষা কর, ও যে কুমন্ত্রণাকারী অাপন পথে কৃতাৰ্থ হয়, তাহার বিষয়ে ব্যস্ত হইও না। ৮ ক্রোধহইতে নিবৃত্ত হও ও কোপ ত্যাগ কর, ব্যস্ত ১ হইও না, হইলে কুক্ৰিয়া করিব। যেহেতুক কুক্রিয়াকারিগণ উচ্ছিন্ন হইবে ; কিন্তু যাহারা পরমেশ্বরের ১০ অপেক্ষা করে, তাহারা দেশাধিকারী হইবে । ক্ষণেক কাল গত হইলে পাপি লোক লুপ্ত হইবে, এব^ তুমি ১১ তাহার স্থানে তত্ত্ব করিয়া তাহাকে পাইবা না। কিন্তু নমু লোকেরা দেশ অধিকার করবে, ও বহুমঙ্গলেতে ১২ প্রফুল্ল হইবে। দুষ্ট লোক ধাৰ্ম্মিকের প্রতিকূলে মন্ত্রণা ১৩ ও দন্তঘর্ষণ করে ; কিন্তু প্ৰভু তাহাকে উপহাস করেন, কেনন। তাহার দিন আসিতেছে, ইহা তিনি দেখেন। ১৪ দুঃখি ও দরিদ্র লোককে নিপাত করিতে, ও সরলপথগামিকে বধ করিতে দুষ্টগণ খড়গ নিস্কোষ করে ও ধনুক ১৫ প্রস্তুত করে ; কিন্তু তাহাদের খড়গ তাহাদেরই অন্তঃকরণে প্রবিষ্ট হইবে, ও তাহাদের ধনুক ভগ্ন হইবে। ১৬ মান্য পাপিগণের প্রচুর সমুক্তি অপেক্ষা ধাৰ্ম্মিকের ১৭ অল্প সল্পত্তি ভাল ; যেহেতুক পাপি লোকদের বাহু 47
পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্লিখিত হিতোপদেশ.djvu/৫৩
অবয়ব