с о দায়ূদের গীত । [৩৮ গীত। সকল তরঙ্গের ন্যায় মস্তক উল্লঞ্জন করিতেছে, এব°N আগমণর শক্তি অপেক্ষ ভারি বেশবাণর ন্যায় হইতেছে। এবণ আমার অজ্ঞানতার কৰ্ম্ম প্রযুক্ত আমার ক্ষত সকল দুৰ্গন্ধ ও গলিত হইতেছে। এবণ অামি উদ্বিগ্ন হইয় অত্যন্ত অধোমুখ হইতেছি, ও সমস্ত দিন বিষঃ হইয় বেড়াইতেছি। অামার কটিদেশ জ্বালাতে দগ্ধ হইতেছে, ও আমার মা^সেতে কিছুমাত্র স্বাস্থ্য নাই। আমি শক্তিহীন ও অতি ক্ষীণ হইতেছি, ও মনের ব্যাকুলতাতে কাতরোক্তি করিতেছি। হে প্রভো, তুমি অামণর মনের বাঞ্ছী সকল জ্ঞাত আছে, ও অামার কাতরোক্তি তোমার অগোচর নয়। অামার হৃদয় দুপ ২ করিতেছে, এবণ শক্তি আমাকে ত্যাগ করিয়াছে, এব°N আমার চক্ষুর তেজও আমাহইতে পৃথক হইয়াছে। অামার প্রিয় লোক ও বন্ধুগণ আমার বিপদহইতে পৃথক্ থাকে, এব^ জ্ঞাতিবগ দূরে দণ্ডায়মান থাকে। এব০ যাহারা অামার প্রাণের আম্বেষণ করে, তাহারণ ফাদ পাতে ; ও যাহারা অামার অনিষ্ট চেষ্টা করে, তাহারা দুষ্ট কথা কহিয়া সমস্ত দিন কুমন্ত্ৰণ চিন্তা করে । কিন্তু তামি বধিরের ন্যায় কোন কথা শুনি না, ও বদ্ধমুখ বোবার সদৃশ থাকি। যে জন শুনিতে পায় না, ও বাদানুবাদের কথা মুখে আনে না, তাহার তুল্য হই। হে পরমেশ্বর, অামি তোমার অপেক্ষা করিতেছি ; হে প্রভো, হে আমার ঈশ্বর, তুমি আমাকে উত্তর দিবা। আমি বিনয় করি, তাহাদিগকে আমার বিপক্ষে আনন্দিত হইতে দিও না ; আমার চরণ টলিলে তাহারণ অামার বিপক্ষে দপ করিবে । আমি পতনোন্মথ হই, ও অামার ব্যথা সৰ্ব্বদা আমার গোচরে থাকে। আমি আপন অপরাধ স্বীকার করিতেছি, ও 50 У о
- *
> R >い○ o, 3 >○。 o, So › ጫ
- *