পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫১ গীত।] দায়ুদের গীত। ৬ ৭ করিয়া থাক, ও নিজ সহোদরকে নিন্দ করিয়া থাক । ২১ তুমি এই প্রকার করিলে আমি নীরব হইয়া রহিলাম, তাহাতে অামি ও তোমার মত, তোমার এমত বোধ হইল ; কিন্তু আণমি তোমাকে ভৎসনা করিব ও তো২২ মার সাক্ষাতে সকলি উপস্থিত করিব। হে ঈশ্বরবিস্মত লোকেরা, এক্ষণে ইহা বিবেচনা কর, নতুবা তোমাদিগকে বিদীর্ণ করিব, কেহ রক্ষা করিতে পারিবে না। ২৩ যে জন ধন্যবাদরূপ বলিদান করে, সে অামাকে গৌরবণম্বিত করে ; এব° যে জন সৎপথে গমন করে, তাহাকে আমি ঈশ্বরকত পরিত্রাণ দর্শন করাইব।’ ৫১ গীত । স্বপাপের নিমিত্তে দায়ুদের খেদ ও বিলাপ। প্রধান বাদ্যকরকে দাতব্য দায়ূদের ধর্মীত। বৎ শেবাতে উপগত হইলে তাহার নিকটে নাথন ভবি ষ্যদ্বক্তা গেলে পর এই গীত প্রস্তুত হইল। ১ হে ঈশ্বর, অাপন দয়ানুসারে আমার প্রতি করুণা কর, ও আপন প্রচুর কৃপানুসারে অামার তাবৎ অপ২ রাধ মাৰ্জ্জন কর । এব^ অামার অধৰ্ম্ম নিঃশেষে প্রক্ষণলন কর, ও আমার পাপহইতে আমাকে পরিস্কার ৩ কর। অামি নিজ অপরাধ স্বীকার করিতেছি, আমার ৪ পণপ সৰ্ব্বদাই অামার সাক্ষাতে অাছে। অামি তোমার বিরুদ্ধে, কেবল তোমার বিরুদ্ধে পাপ করিয়াছি, ও তোমার দৃষ্টিতে কুৎসিত কৰ্ম্ম করিয়াছি; অতএব তুমি আপনার কথাতে নির্দোষ ও বিচারে জয়ী ৫ হইবা । দেখ, অপরাধে অামার জন্ম হইয়াছে, ও পাপেতে আমার মাত। অামাকে গৰ্ত্তে ধারণ করিত য়াছে। দেখ, তুমি আন্তরিক সত্যতা প্লয়াস করিয়া 67