পাতা:দায়ূদের গীত এবং সুলেমান্‌লিখিত হিতোপদেশ.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*8 দায়ুদের গীত। [৬৬ গীত । শক্তির দ্বারা পৰ্ব্বতগণকে দৃঢ় করিয়া থাক; এবং সমুদ্রের গজ্জন ও তরঙ্গের শব্দ ও লোকারণ্যের কোলাহল নিবারণ করিয়া থাক। তাহাতে পৃথিবীর প্রান্তৰালি তাবৎ লোক তোমার আশ্চৰ্য্য চিহ্ন দেখিয়া ভয় পায়, এবং সূর্য্যের উদয় ও অস্তগমনের স্থান তোমাদ্বারা উল্লাসিত হয়। তুমি পৃথিবীকে তত্ত্বাবধারণ করিয়া জলেতে সেচিয়া ধনাঢ্য করিয়া থাক ; কেননা ঈশ্বরীয় নদী জলে পরিপূর্ণ আছে। এই রূপ প্রস্তুত করিয়া মনুষ্যদিগকে শস্য যোগাইয়া থাক ; এবণ হালথাতে জল সেচিয়া সীমন্ত সকল বসাইয়া থাক, ও বৃষ্টিদ্বারা ভূমি গলিত করিয়া তাহার অঙ্কুরকে আশীৰ্ব্বাদ করিয়া থাক ; এবPA বৎসরকে মঙ্গলরাপ মুকুট দিয়া থাক, এৰণ তোমার পদচিহ্নহইতে স্নিগ্ধতা নিঃসৃত হয়। তাহা প্রান্তরস্থ পশু চারণস্থানে পড়িলে পৰ্ব্বতগণ হর্ষে প্রফুল্ল হয় ; এব^ ক্ষেত্র সকল মেযেতে ব্যাপ্ত ও নিমুভূমি শস্যে আচ্ছন্ন হয় তাহাতে সকলে জয়ধ্বনি করিয়া গান করে। - ৬৬ গীত । ১ অনুগ্রহ প্রাপ্তির নিমিত্তে ঈশ্বরের প্রতি প্রশংসা, ও ও মানত করণ । প্রধান বাস্যকরকে দাতব্য গানার্থক ধর্মগীত। হে পৃথিবীস্থ সকল, তোমরা ঈশ্বরের উদেশে জয়ধ্বনি কর। এবণ র্তাহার নামের মহিমা গান কর, ও তা হার প্রশংসার মহিমা প্রকাশ কর। এব^ ঈশ্বরকে বল, তুমি আপন কৰ্ম্মেতে কেমন ভয়াহ ! তোমার পরাক্রমের প্রভাবে শত্ৰুগণ তোমার স্তব করিবে । পৃথিবীস্থ সকলে তোমার ভজনা করিয়া তোমার গুণ 84 R

  • 6
  • > 2.

> R o