পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ e দীনবন্ধু-গ্রন্থাবলী বড়বাবুকে ঘেরাও করিতেই একগুঁয়ে মহিষের মত দৌড়ে গোল ভেদ কর্যে বড়বাবুকে কোলে লইয়া বেগে প্রস্থান করিল। তোরাপ। মোরে বল্লেন, “তুই এটু তফাৎ থাকু জানি কি ধরা পাকড়া কর্যে নে যাবে” মোর উপর মুমিন্দিদের বড় গোষা, মারামারি হবে জানলি মুই কি মুক্য়ে থাকি। এটু আগে যাতি পাল্লে বড়বাবুকে বেচুয়ে আনতি পাত্তাম, আর তুই সমন্দিরি বরকোৎ বিবির দরগায় জবাই কত্তাম । বড়বাবুর মাত৷ দেখে মোর হাত পা প্যাটের মধ্যে গেল, তা সমিন্দিগার মারবো কখন—আল্লা ! বড়বাবু মোরে এত বার বাচালে মুই বড়বাবুরি অ্যাকবার বঁাচাতি পাল্লাম না । ( কপালে ঘা মারিয়া রোদন ) পুরে। বুকে যে একট। অস্ত্রের ঘা দেখিতেছি । সাধু। তোরাপ গোলের মধ্যে পৌছিবামাত্র ছোট সাহেব পতিত বড়বাবুর উপর এক তলোয়ারের কোপ মারে, তোরাপ হস্ত দিয়া রক্ষা করে, তোরাপের বাম হস্ত কাটিয়া যায়, বড়বাবুর বুকে একটু খোচা লাগে । পুরো । ( চিন্তা করিয়া) “বন্ধুস্ত্রীভূত্যবৰ্গস্ত বুদ্ধে: সত্ত্বস্ত চাত্মনঃ। আপন্নিকষপাষাণে নরো জানাতি সারতাং " বড় বাড়ীর জনপ্রাণী দেখিতেছি না, কিন্তু অপর গ্রামনিবাসী ভিন্ন জাতি তোরাপ বড়বাবুর নিকটে বস্তে রোদন করিতেছে। আহা ! গোরিব থেটেখেগে লোক, হস্তখানি একেবারে কাটিয়া দিয়াছে—উহার মুখ রক্তমাখা কিরূপে হইল ? সাধু। ছোট সাহেব উহার হস্তে তলোয়ার মারিলে পর, নেজ মাড়িয়ে ধরিলে বেজী যেমন ক্যাচ ম্যাচ করিয়া কামড়ে ধরে, তোরাপ জ্বালার চোটে বড় সাহেবের নাক কামড়ে লইয়ে পালাইয়াছিল ।