পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छूभेिद নীলকরনিকরকরে নীল-দপণ ཨ་*། করিলাম। এক্ষণে র্তাহারা নিজ২ মুখ সন্দর্শনপূর্বক তাহাদিগের ললাটে বিরাজমান স্বার্থপরতা-কলঙ্ক-তিলক বিমোচন করিয়া তৎপরিবর্তে পরোপকার-শ্বেতচন্দন ধারণ করুন, তাহা হইলেই আমার পরিশ্রমের সাফল্য, নিরাশ্রয় প্রজাত্রজের মঙ্গল এবং বিলাতের মুখ রক্ষা। হে নীলকরগণ । তোমাদিগের নৃশংস ব্যবহারে প্রাতঃস্মরণীয় সিডনি, হাউয়ার্ড, হল প্রভৃতি মহানুভব দ্বারা অলস্কৃত ইংরাজকুলে কলঙ্ক রটিয়াছে। তোমাদিগের ধনলিপসা কি এতই বলবতী যে তোমরা অকিঞ্চিৎকর ধনামুরোধে ইংরাজ জাতির বহুকালাজ্জিত বিমল যশস্তামরসে কীটস্বরূপে ছিদ্র করিতে প্রবৃত্ত হইয়াছ। এক্ষণে তোমরা যে সাতিশয় অত্যাচার দ্বারা বিপুল অর্থ লাভ করিতেছ তাহ। পরিহার কর, তাহা হইলে অনাথ প্রজার সপরিবারে অনায়াসে কালাতিপাত করিতে পারিবে। তোমরা এক্ষণে দশ মুদ্র। ব্যয়ে শত মুদ্রার দ্রব্য গ্রহণ করিতেছ তাহাতে প্রজাপুঞ্জের যে ক্লেশ হইতেছে তাহা তোমরা বিশেষ জ্ঞাত আছ, কেবল ধনলাভপরতন্ত্র হইয়া প্রকাশকরণে অনিচ্ছুক। তোমরা কহিয়া থাক যে তোমাদের মধ্যে কেহ২ বিদ্যাদানে অর্থ বিতরণ করিয়া থাকেন এবং সুযোগক্রমে ঔষধ দেন এ কথা যদিও সত্য হয়, কিন্তু তাহাদের বিদ্যাদান পয়স্বিনী ধেমুবধে পাছকাদানাপেক্ষাও ঘৃণিত এবং ঔষধ বিতরণ কালকুটকুম্ভে ক্ষীর ব্যবধান মাত্র। শু্যামচাদ আঘাত উপরে কিঞ্চিৎ তাপিন তৈল দিলেই যদি ডিম্পেন্সারি করা হয়, তবে তোমাদের প্রত্যেক কুটিতে ঔষধালয় আছে বলিতে হইবে । দৈনিক