পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনবন্ধু-গ্রন্থাবলী مb সাধু। যারা পেটভাতায় চাকুরি করে, তারাও আমাদিগের অপেক্ষ সুখী । গোলোক। লাঙ্গল প্রায় ছেড়ে দিয়াছি, তবু তো নীল করা ঘোচে না। নাছোড় হইলে হাত কি ? সাহেবের সঙ্গে বিৰাদ তো সম্ভবে না, বেঁধে মারে সয় ভাল, কাযে কাযেই গৰ্ত্তে হবে । নবীন। আপনি যেমন অনুমতি করিবেন আমি সেইরূপ করিব। কিন্তু আমার মানস একবার মোকদমা করা । আদুরীর প্রবেশ আক্কুরী । মাঠাকুরুণ যে বকৃতি লেগেচে, কত বেলা হলো আপনার নাবা খাব করবেন না ? ভাত শুকয়ে যে চাল হইয়ে গেল । সাধু। ( দাড়ায়ে ) কৰ্ত্ত মহাশয়, এর একটা বিলি ব্যবস্থা করুন, নতুবা অামি মারা যাই । দেড়খানা লাঙ্গলে নয় বিঘা নীল দিতে হলে, হাড়ি সিকেয় উঠবে। আমি আসি, কর্তা মহাশয় অবধান, বড়বাবু নমস্কার করি গো । সাধুচরণের প্রস্থান গোলোক। পরমেশ্বর এ ভিটায় স্নান আহার করিতে দেন, এমত বোধ হয় না, যাও বাবা, স্নান কর গে। সকলের প্রস্থান