পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিয়েপাগল বুড়ে סג9ו সুশী। হঁ্য উপরি পেয়ে থাকি। রাজী । কত ? সুশী। রবিবার আর গ্রীষ্মের অবসর। রাজী সে আবার কি ? সুশী। এ সময় কলেজে যেতে হয় না কিন্তু জলপানি পাই। রামমণির ভাত লইয়া প্রবেশ রাজী । দাও ভাত দাও—ওদের সঙ্গে আমাদের আলাপ করাই অনুচিত । রাম । ( ভাত দিয়া ) বেদনটি সেরেচে ? রাজী । না আজো টন টন কচ্চে । সুশী। পায় কি হয়েচে । রাম। পাড়ার ছোড়ারা খেপিয়েছিল, তাদের তাড়া করে গিয়েছিলেন, খানায় পড়ে পাট ভেঙ্গে গিয়েচে । রাজী । বিকাল বেলা একটু চুন হলুদ করে রাখিস । রাম । রাখবো । আহ। বুড়ো শরীর বড় লাগন লেগেচে—তা বাবা তুমি রাগ কর কেন, পেচোর মা হলো ডোম, পেচোর মারে তুমি বিয়ে কত্তে গেলে কেন ? রাজী । তুইও গোল্লাই গিইচিস, তুইও লাগলি, তুইও খ্যাপাতে আরম্ভ করলি—খা বিট ভাত খা । ( দুই হস্ত দ্বারা রামমণির অঙ্গে অন্ন ছড়াইয়া দেওন ) খা আবাগের বিটী, ভাতও খা, আমারেও খা— x ( বেগে প্রস্থান ) সুশী। এমন পাগল হয়েচেন ।