পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৩৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক প্রথম গর্ভাঙ্ক কঁকুড়গাছা—নকুলেশ্বরের উদ্যানের বৈটকখানা নকুলেশ্বর এবং নিমে দত্তের প্রবেশ নকু। ওহে, অটল নাকি মদ ধরেচে ? নিম । পানায়, খায় না । নকু । সুরাপান-নিবারিণী সভ কচ্চে কি ? fin | Creating a concourse of hypocrites. নকু। না হে এ সভায় দেশের অনেক মঙ্গল হয়েছে—মদ খাওয়া অনেক কমেচে । নিম । প্রকাশুরূপে খাওয়া কমচ, গোপনে খাওয়া বাড়চে । নকু। তুমি মাতাল, এ সভায় কি উপকার হচ্চে তুমি বুঝবে কি ? অনেক ভদ্রসন্তান মাতালদের অনুরোধে পড়ে মদ খেতে আরস্ত করতো—এখন অনুরোধ করিবামাত্র তার বলে সভার প্রতিজ্ঞাপত্রে স্বাক্ষর করিছি, মাতাল ভায়ারা ওমনি পেচয়ে যান । fin i Vice Versa. নকু। সে আবার কি ? নিম । অনেকে অনুরোধে পড়ে প্রতিজ্ঞাপত্রে স্বাক্ষর করেন, কিন্তু মদ দেখলেই এগয়ে আসেন। নকু। সে দুই একটি। নিম । ঠক বাচ তে গা উজুড় । নকু। আমার সংস্কার হয়ে পড়েছে, এখন তার ছাড়া দুষ্কর, তা নইলে আমি সভায় নাম লিখয়ে মদ ছাড় তেম। নিম । তোমার স্ত্রীরও কি সংস্কার হয়েছে ? নকু। কিছুমাত্র না।