পাতা:দীনবন্ধু গ্রন্থাবলী.djvu/৪৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

औठणांयर्डौ રહ হেম । তা না ত কি তুমি তার সঙ্গে বাগানে যাবে। শার। সে দিন বারেণ্ডায় ঠাকুরপে আসচিলেন, আমি ঘোমটা দিলেম, মাসাস অামায় লক্ষ্য করে বল্যেন “আমার নদেরচাদকে কেউ দেখতে পারে না ।” হেম । আমার অসাক্ষাতে তোমার যা খুসি তাই কর । নেপথ্যে । দাদাবাবু ঘরে আছ ? হেম । এস, লক্ষ্মণ ভাই এস—ও কি ঘোমটা দাও যে ? শার। ( চক্ষু মুছিয়া । ) ঘোমটা দিচ্চি নে, কাপড় চোপড়গুনে। সেরে সুরে গায় দিচ্চি ; যে পাতলা কাপড় পরে রইচি, দুপুরো করে না দিলে কারো মুমুখে যাবার জো নাই । ( দেওয়ালের নিকট দণ্ডায়মান । ) হেম । চেয়ারে বস না ? শার । না আমি দাড়য়ে থাকি । নদেরচাদের প্রবেশ । নদে । ঘটককে কুলজির কথা সব বলে দিয়ে এলেম—বউ চিন্তে পার ? ( শারদাসুন্দরী নাসিক পৰ্য্যস্ত ঘোমটা টানিয়া লজ্জাবনতমুখী । ) হেম । এই বুঝি তোমার কথা কওয়া ? শার। ( অফুট স্বরে । ) পা— হেম । তুমি যদি পারি না বলে তোমায় কেটে ফেলবে!— বল্যে না ? বল্যে না ?—পয় আকার প, রয় দাড়ি হস্বি রি, এই ছটে একত্র করে “পারি” বলতে পার না ? কেঁদেচ কেন বলবো ? শার । ( মৃত্স্বরে । ) পারি। হেম । অনেক কষ্টে আজ ঘোমটা খুলয়িচি । নদে ৷ এক বিয়েন না দিলে লজ্জা যায় ন!— §